নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নির্বাচন বন্ধের যে আহ্বান জানাচ্ছে, তাতে কারো কোনো সাড়া নেই। দলটির লিফলেট বিতরণ দেখে বানরও ভেনচি কাটছে।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে স্বাধীনতা পরিষদের মানববন্ধনে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপি যাদের দুয়ারে ধরনা দিতো নির্বাচন বন্ধের জন্য, তাদের দুয়ার বন্ধ হয়ে গেছে। সারা বিশ্ব এ নির্বাচনকে গ্রহণ করেছে। তাই অবজারভার পাঠাচ্ছে। যুক্তরাষ্ট্রও পাঠাবে।
তিনি আরও বলেন, বিএনপির লিফলেট বিতরণ ও চোরাগুপ্তা মিছিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনকে (ইসি) ব্যবস্থা নিতে হবে। এজন্য ইসিকে আহ্বান জানাই। চোরাগুপ্তা হত্যার পরিকল্পনা গ্রহণ করেছে বিএনপি।
এবি/ এইচএন
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            