নিজস্ব প্রতিবেদক: গত ২৮ অক্টোবর মহাসমাবেশে প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুরের মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জামিন দেননি হাইকোর্ট।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) এ আদেশ দেন বিচারপতি মো. সেলিম ও বিচারপতি শাহেদ নূর উদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।
আদালতে জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও সগীর হোসেন লিয়ন মির্জা ফখরুলের পক্ষে জামিন শুনানি করেন।
গত রোববার (৩ ডিসেম্বর) তার জামিনের আবেদন করা হয়। সোমবার (৪ ডিসেম্বর) জামিন শুনানির দিন বৃহস্পতিবার ধার্য করেন আদালত।
উল্লেখ্য, ২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসভবনে নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর ঘটনায় মির্জা ফখরুলসহ বিএনপির ৫৯ নেতাকর্মীর বিরুদ্ধে রমনা থানায় মামলা করা হয়।
পরদিন ২৯ অক্টোবর মির্জা ফখরুলকে গুলশান-২ এর ৭১ নম্বর সড়কের ১৮ নম্বর বাড়ি থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। ঐ দিনই জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন সিএমএম আদালত।
এরপর মহানগর দায়রা জজ আদালতে তার জামিন আবেদন করা হয়। ২২ নভেম্বর আবেদনটি নামঞ্জুর করে আদালত। পরে উচ্চ আদালতে তার জামিন আবেদন করা হয়।
এবি/এইচএন
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            