ছবি: সংগৃহীত
রাজনীতি

১৮ সেপ্টেম্বর থেকে যুগপৎ আন্দোলন শুরু

নিজস্ব প্রতিবেদক

জুলাই সনদের কার্যকর বাস্তবায়ন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে উচ্চকক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়ন ও নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ডসহ পাঁচ দফা দাবিতে যুগপৎ আন্দোলনে নামছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা ইসলামী দলগুলো। এরই অংশ হিসেবে রবিবার (১৪ সেপ্টেম্বর) কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। জামায়াতসহ অন্য সমমনা দলগুলো আজ সোমবার আলাদা সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের কর্মসূচি ঘোষণা করবে। তবে জামায়াতের সঙ্গে মাঠে নামার কথা থাকলেও তিনটি দল এ যুগপৎ আন্দোলনে যাচ্ছে না। দলগুলো হলো এনসিপি, এবি পার্টি ও গণঅধিকার পরিষদ। এনসিপি ও গণঅধিকার পরিষদ জানিয়েছে, যুগপৎ কর্মসূচির বিষয়ে আলোচনা হলেও এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এবি পার্টি জানিয়েছে, এ বিষয়ে কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি।

পাঁচ দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা খেলাফত মজলিসের :জুলাই সনদ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। গতকাল রবিবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি তুলে ধরে কর্মসূচি ঘোষণা করেন দলটির আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। যুগপৎ কর্মসূচি ঘোষণা উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বাংলাদেশ খেলাফত মজলিসের তিন দিনের কর্মসূচির মধ্যে আছে ১৮ সেপ্টেম্বর বিকালে ঢাকায় বায়তুল মোকাররম মসজিদের সামনে বিক্ষোভ মিছিল, ১৯ সেপ্টেম্বর সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল ও ২৬ সেপ্টেম্বর দেশব্যাপী সব জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিল।

সংবাদ সম্মেলনে সংগঠনের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক যে পাঁচ দফা দাবি ঘোষণা করেন। সেগুলো হলো জুলাই সনদ অবিলম্বে বাস্তবায়ন, আওয়ামী লীগের দোসর ও আধিপত্যবাদী ভারতের এদেশীয় এজেন্ট, জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধকরণ, জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা, আগামী জাতীয় সংসদ নির্বাচনে উচ্চকক্ষে পিআর পদ্ধতি (সংখ্যানুপাতিক প্রতিনিধি) বাস্তবায়ন এবং আগামী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) তৈরি করা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসেন ও মাওলানা আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মূসা, প্রচার সম্পাদক মাওলানা হাসান জুনাইদ প্রমুখ।

খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমেদ বলেন, শনিবার আমন্ত্রণপত্রে যুগপৎ কর্মসূচির বিষয়টি উল্লেখ করা ছিল। তবে যুগপতের সিদ্ধান্ত এখনো প্রক্রিয়াধীন। সেটি এখনো চূড়ান্ত হয়নি। এরপর লিখিত বক্তব্য পড়ে শোনান দলটির আমির আল্লামা মুফতি মামুনুল হক। পরে একজন সাংবাদিক জানতে চান, একটি পক্ষ পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে, আরেকটি পক্ষ চাচ্ছে না, ফলে জাতীয় নির্বাচন পেছাতে পারে কি না? জবাবে মামুনুল হক বলেন, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত এসেছে উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে হবে। কিন্তু বিএনপি সেখানে নোট অব ডিসেন্ট (আপত্তি) দিয়ে রেখেছে। বিএনপি কোনোভাবে ক্ষমতায় যেতে পারলে উচ্চকক্ষে পিআর বাস্তবায়ন করবে না। তাই পিআর পদ্ধতিবিহীন উচ্চকক্ষ বাস্তবায়ন করতে দেওয়া হবে না।

এ সময় যুগপত্ কর্মসূচির বিষয়ে জানতে চাওয়া হয় মামুনুল হকের কাছে। তিনি বলেন, দলগুলোর মধ্যে আলোচনা হচ্ছে। এটি প্রক্রিয়াধীন। এ মুহূর্তে এককভাবে চূড়ান্ত সময়সীমা ঘোষণা করা সম্ভব হচ্ছে না। তিনি জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে জুলাই বিপ্লবের অংশীজন রাজনৈতিক পক্ষগুলো মাঠে যার যার অবস্থান দৃঢ় করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

যুগপৎ কর্মসূচির বিষয়ে আটটি দলের মধ্যে অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে জানিয়ে মামুনুল হক বলেন, দলগুলোর সঙ্গে বোঝাপড়া চলছে। শেষ পর্যন্ত অধিকাংশ দাবির বিষয়ে সবার দৃষ্টিভঙ্গি অভিন্ন। বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে দলগুলো আন্তরিক। তাই এসব দাবি আদায়ের ব্যাপারে দলগুলো যার যার জায়গা থেকে মাঠে নামবে বলে মনে করেন তিনি।

জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে অন্তর্বর্তী সরকারের কোনো দিকনির্দেশনা না থাকায় বাংলাদেশ খেলাফত মজলিস মাঠের কর্মসূচিতে যাচ্ছে বলে জানান দলটির আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো দিকনির্দেশনা নেই, আশাবাদও নেই। সরকার সহজেই বিষয়টি কার্যকর করবে বলে মনে হচ্ছে না। এজন্য আন্দোলনের বিকল্প নেই। জুলাই সনদের কার্যকর করার ওপর জুলাই বিপ্লবের অর্জন নির্ভর করছে। যুগপৎ কর্মসূচি আগামী নির্বাচনকে কেন্দ্র করে কি না, এমন প্রশ্নের জবাবে মামুনুল হক বলেন, এ মুহূর্তে ভোট বা নির্বাচনের রাজনীতিকে কেন্দ্র করে কোনো জোট প্রক্রিয়ায় যাওয়া হচ্ছে না। এখন জুলাই সনদ কার্যকর এবং উচ্চকক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়ন প্রয়োজন।

জামায়াতে ইসলামী :জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আজ সোমবার কর্মসূচি দেওয়া হবে বলে জানা গেছে। এ বিষয়ে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেন, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আজ সংবাদ সম্মেলন করা হবে। মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে দুপুর ১২টায় এই সম্মেলন হওয়ার কথা রয়েছে।

ইসলামী আন্দোলন :ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম এক বিবৃতিতে বলেছেন, চব্বিশের জুলাইয়ে ছাত্র-জনতা রক্ত ও জীবন দিয়েছে দেশ থেকে স্বৈরতন্ত্রকে চিরতরে উৎখাত করতে। কিন্তু অতীব দুঃখের সঙ্গে দেখছি, মৌলিক সংস্কার সম্পন্ন না করে, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত না করে এবং জুলাই সনদ বাস্তবায়ন না করেই যেনতেন উপায়ে নির্বাচন আয়োজন করে দেশকে আবারও পুরোনা অশুভ আবর্তে নিক্ষেপ করার বন্দোবস্ত করা হচ্ছে। এমন বাস্তবতায় স্বৈরাচারবিরোধী সব রাজনৈতিক, সামাজিক শক্তির সমন্বয়ে যুগপৎ আন্দোলন গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। আজ সোমবার আমাদের কর্মসূচি তুলে ধরা হবে ইনশাআল্লাহ।

নেজামে ইসলাম পার্টি : নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার জানান, আজ সোমবার আমাদের প্রেস ব্রিফিং হবে। জুলাই সনদের আইনি ভিত্তি, গণহত্যা ও দুর্নীতিবাজদের বিচার এবং ফ্যাসিবাদের দোসর ও জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে এই কর্মসূচি দেওয়া হবে।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীর মনোহরদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা

আজ ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। উদয়ের পথে শুনি কার বাণী—

কুষ্টিয়ায় ৮১ কিলোমিটার এলাকায় বিজিবির তৎপরতা

সাম্প্রতিক ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ঠে...

একই স্থানে সূর্যোদয়–সূর্যাস্ত দেখার অপার সৌন্দর্যের দ্বীপ রাঙ্গাবালী

পটুয়াখালীর সমুদ্রবেষ্টিত দ্বীপ উপজেলা রাঙ্গাবালী যেন লুকিয়ে থাকা এক টুকরো স...

চট্টগ্রামে ছাত্রদল কর্মী হত্যায় আরেক ছাত্রদল কর্মী গ্রেপ্তার

মিরসরাইয়ের বারইয়ারহাটে ছাত্রদলকর্মী তাহমিদ উল্যাহ (১৮) হত্যাকাণ্ডে জড়িত অভিযো...

ওসমান হাদিকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে রাঙ্গাবালীতে বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার প্রতিবাদে পটুয়াখালীর...

মহেশখালীতে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে অর্থদণ্ড

কক্সবাজারের মহেশখালী উপজেলায় অবৈধভাবে মাটি কাটার ও পরিবহনের অভিযোগে ভ্রাম্যমা...

শ্রীমঙ্গলে ‘হারমোনি উৎসব’ স্থগিত 

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রী...

নরসিংদীর মনোহরদীতে জুয়া খেলার অভিযোগে চারজন আটক 

জে,এম, শাহজাহান মোল্লা, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি: মনোহরদী উপজেলার কাচিকাট...

রাউজানে নির্বাচনী প্রস্তুতি ঘিরে যৌথ মহড়া ও মতবিনিময় সভা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে আয়োজনের...

বিজয় দিবস উদযাপনে চট্টগ্রাম মহানগর বিএনপির প্রস্তুতি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগর বিএনপি মহান বিজয় দিবস উদযাপনের জন্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা