নিজস্ব প্রতিবেদক: বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে রোহিঙ্গা সমস্যার সমাধান করবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, এই সরকারের জনগণের শক্তি না থাকায় রোহিঙ্গা বিষয়ে কোনো শক্ত প্রতিবাদ করতে পারে না। এদের হটানো না গেলে রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয়।
রোববার (৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে বিএনপি আয়োজিত 'রোহিঙ্গা সংকট ও প্রত্যাবাসন কৌশল' শীর্ষক সেমিনারে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল।
দেশে ন্যূনতম গণতন্ত্র বলে কিছু নাই জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, আইন, বিচার, আদালত- সবই আছে। তবে তা শুধু একটি রাজনৈতিক দলের জন্য।
মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার পুরো দেশটাকে এক ধরনের আতঙ্কের মধ্যে রেখেছে। রোহিঙ্গা শুধু আমাদের দেশের জন্য নয়, আন্তর্জাতিকভাবেও হুমকি হয়ে দাঁড়িয়েছে।
কিন্তু সরকারের জনগণের শক্তি না থাকায় তারা শক্ত হয়ে রোহিঙ্গা বিষয়ে আন্তর্জাতিকভাবে কোনো কথা বলতে পারে না। তাই এই সরকারকে হটানো না গেলে রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয়।
সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের সঞ্চালনায় সেমিনারে আরও বক্তব্য রাখেন- দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শহিদুল ইসলাম, নাগরিক ঐক্যের যুগ্ম সম্পাদক জাহিদুর রহমান প্রমুখ।
সেমিনারে উপস্থিত ছিলেন ইউএসএ, ইউএনডিপি, ইউরোপীয় ইউনিয়ন, ইউএসএইড, ইউকেএইড, জাইকা, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, জার্মান, ইরান, সুইডেন, নেদারল্যান্ডসসহ ১৫টি দেশের প্রতিনিধি।
এবি/ওশিন
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            