ইসরায়েল-হামাসের মধ্যে যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তির তৃতীয় পর্যায়ে গাজায় আটক এক ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দেওয়া হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) জাবালিয়া শরণার্থী শিবিরে তাকে রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়।
হামাসের মুক্তি দেওয়া এই নারী সেনার নাম আগাম বার্গার। মুক্তি দেওয়ার পর তিনি সামরিক পোশাক পরে হামাস সেনাদের সঙ্গে হেঁটে গিয়ে মঞ্চে উঠেন। এর পর রেড ক্রসের গাড়িতে ওঠার আগে দর্শকদের উদ্দেশে হাত নাড়েন।
বৃহস্পতিবার মোট আটজন বন্দিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে হামাসের। এদের মধ্যে পাঁচজন থাই নাগরিক এবং তিন জন ইসরায়েলি। বিনিময়ে ১১০ ফিলিস্তিনি মুক্তি পাবে ইসরায়েলি কারাগার থেকে।
এর আগে গত শনিবার (২৫ জানুয়ারি) হামাস গাজায় বন্দি চার ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দিয়েছে। আর এর বিনিময়ে ২০০ ফিলিস্তিনিকে মুক্তি দেয় ইসরায়েল।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় বহু বিদেশি শ্রমিকসহ ২৫০ জনের বেশি ইসরায়েলি নাগরিক ও সেনাসদস্য অপহৃত হন। ২০২৩ সালের নভেম্বরের প্রথম যুদ্ধবিরতির সময় হামাস ২৩ জন থাই বন্দিকে মুক্তি দেয়। ইসরায়েল জানিয়েছে, এখনো আটজন থাই নাগরিক বন্দি রয়েছেন।
আমারবাঙলা/জিজি
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            