সংগৃহিত
আন্তর্জাতিক

ভারতের হরিয়ানায় বাসে আগুন, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের হরিয়ানা প্রদেশে একটি যাত্রীবাহী বাসে আগুন লেগে ৮ জন নিহত হয়েছেন। এ সময় আহত ও দগ্ধ হয়েছেন আরও কমপক্ষে ২৪ জন।

শুক্রবার (১৭ মে) রাত দেড় টার দিকে প্রদেশটির নুহ জেলায় এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বাসটিতে প্রায় ৬০ জন যাত্রী ছিলেন এবং তাদের অধিকাংশই তীর্থযাত্রী। বাসটি বৃন্দাবন ও মথুরা থেকে তীর্থযাত্রীদের নিয়ে ফিরছিল। বাসটিতে ছিলেন পাঞ্জাবের হোশিয়ারপুর, লুধিয়ানা ও চণ্ডীগড়ের যাত্রীরা।

নুহ জেলার কাছে কুন্ডলি-মানেসার-পালওয়াল জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ বাসটিতে আগুন ধরে যায়। এ সময় বাসের ৮ যাত্রীর মৃত্যু হয়।

ঘটনাস্থলে আগুন দেখার সঙ্গে সঙ্গে দ্রুত ছুটে এসে যাত্রীদের উদ্ধার করার চেষ্টা করেন স্থানীয়রা। পরে খবর পেয়ে দ্রুত ছুটে আসে ফায়ার সার্ভিস ও পুলিশ। এ সময় দমকল বাহিনী দ্রুত আগুন নেভালেও তার আগেই ৮ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে কী কারণে চলন্ত বাসে আগুন ধরল, তা এখনো জানা যায়নি। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

‘ইন্ডিয়া টুডে টিভি’কে বাসটির এক মহিলা যাত্রী জানিয়েছেন, বাসে আগুন ধরে যাওয়ার পর তিনি লাফ দিয়ে প্রাণ বাঁচান। বাসে আগুন ধরেছে দেখে এক বাইক আরোহী চালককে সতর্ক করতে এগিয়ে যান। কিন্তু ততক্ষণে আগুন ছড়িয়ে যায়।

তিনি আরও বলেন, আমি বাসের নিচ থেকে একটি শব্দ শুনতে পাই। ভেবেছি বাম্পারে ধাক্কা খাওয়ার কারণে এমন আওয়াজ হচ্ছে। পরে পোড়া গন্ধ পেয়ে বুঝতে পারি আগুন লেগেছে।

বাইক আরোহী যখন চালককে আগুন লাগার বিষয়ে সতর্ক করেন, তখন আমি একদম সামনের সিটে বসেছিলাম। তাই প্রাণ বাঁচাতে লাফ দিয়ে দিয়েছিলাম।

ওই নারী পাঞ্জাবের বাসিন্দা ও তীর্থযাত্রা করে বাড়ি ফিরছিলেন। বাসটিতে তার আরও অনেক আত্মীয় ছিলেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চূড়ান্ত পর্যায়ে জুলাই জাতীয় সনদ, ঐকমত্যের পথে কঠিন বাঁধা

জুলাই গণ-অভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে আগামী ৫ আগস্ট ‘জুলাই জাতীয় সনদ&r...

৫ আগস্টের মধ্যেই জুলাই ঘোষণাপত্র ঘোষণা করবে অন্তর্বর্তীকালীন সরকার: মাহফুজ আলম​​​​​​​

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম নিশ্চিত করেছেন, ৫ আগস্টের মধ্যে...

এবার নিষিদ্ধ হলেন মেসির দেহরক্ষী

কদিন আগে মেজর লিগ সকারে (এমএলএস) লিওনেল মেসির এক ম্যাচ নিষিদ্ধ হওয়া নিয়ে ঘটে...

‘বেকায়দায়’ রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ

বিশ্বের বেশির ভাগ ফুটবলারের স্বপ্ন থাকে রিয়াল মাদ্রিদের হয়ে খেলার। রিয়ালে আসা...

যৌনকর্মী হতে বাধ্য হয়েছিলেন এই নায়িকা

একসময় তাঁর জীবনে আলোর অভাব ছিল না। অভিনয়ে এসেই পেয়ে গিয়েছিলেন বি আর চোপড়ার মত...

তেল আবিব ভুতুড়ে নগরীতে পরিণত হবে : আয়াতুল্লাহ হুঁশিয়ারি

ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে তেল আবিব ভুতুড়ে নগরীতে পরিণত হবে বলে হুঁশিয়ারি...

গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে ভয়াবহ আগুন, কাজ করছে ১১ ইউনিট

রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের ৫ তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা