সাজু আহমেদ: দেশের সংস্কৃতি অঙ্গনের জনপ্রিয় মুখ আহসান হাবিব সকাল। তরুণ নাট্যকার। তার রচিত অসংখ্য নাটক, টেলিফিল্ম ধারাবাহিক দেশের বিভিন্ন চ্যানেলে প্রচার হয়েছে। একজন ভাল গল্পকার ও নাট্যকার হিসেবেই বেশ জনপ্রিয় তিনি। এর বাইরে একজন মানবিক এবং বন্ধুবৎসল মানুষ তিনি। নাটক রচনার বাইরে প্রথমবারের মত নির্মাতা হিসেবে মিডিয়ায় নিজের নাম লেখালেন সকাল। আসন্ন ঈদুল ফিতরের অনুষ্ঠান মালায় সপ্তম দিন রাত ১১-২০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে আহসান হাবিব সকালের রচনা ও পরিচালনায় নির্মিত বিশেষ টেলিফিল্ম ‘ওয়েটিং ফর লাভ’। ব্লু হ্যাভেন কমিউনিকেশনের প্রযোজনা ও পরিবেশনায় ‘ওয়েটিং ফর লাভ’ টেলিফিল্মেও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাহের আলভী, নাদিয়া আফরিন মীম, রকি খান, শ্যামলী, আরজে নীরব, অনুভব মাহবুব, বাদশা আলমগীর, সাদেক, শিশু শিল্পী জান্নাতসহ আরও অনেকে।
টেলিফিল্মের কাহিনি প্রসঙ্গে আহসান হাবিব সকাল গণমাধ্যমকে বলেন ‘তুমি আমাকে ঘৃণাতো করতে পারো, সে ক্ষমতা তোমার আছে, কিন্তু তোমার মন থেকে আমাকে কখনোই মুছে ফেলতে পারবেনা। সবার জীবনে কখনো না কখনো, কোন না কোন ভাবে ভালবাসা ভালোলাগা এসব কিছু এসেছে, কাউকে না কাউকে কখনো না কখনো ভাললেগেছে ভালবেসেছে, হোকনা ‘সে’ একতরফা। যখন তোমাকে কেউ কখনো নিজের জীবনে চেয়েও বেশী ভালোবাসে নিঃস্বার্থভাবে তখন তার গুরুত্ব দিতে শেখো, কারণ হয়তো এমন একদিন আসবে, তুমিতো গুরুত্ব বুঝতে পারবে কিন্তু বোঝানোর মানুষটি আর থাকবেনা। এমনই ভাব ও ভাবনা থেকে তৈরী হয়েছে টেলিফিল্ম ‘ওয়েটিং ফর লাভ’ এর গল্প। আশা করি টেলিফিল্মটি দর্শকদের ভালো লাগবে।
এবি/এইচএন
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            