বিনোদন প্রতিবেদক: শ্রেষ্ঠ পরিচালক হিসেবে ‘বায়োস্কোপ স্টার অ্যাওয়ার্ডে-২০২৪’ সম্মাননায় ভূষিত হলেন এই প্রজন্মের নির্মাতা পলাশ মণি দাস। বায়োস্কোপ সাংস্কৃতিক ফাউন্ডেশনের উদ্যোগে সম্প্রতি রাজধানীর বিজয়নগরের হোটেল অরনেট মিলনায়তনে জমকালো আয়োজনে শ্রেষ্ঠ পরিচালক হিসেবে তার পলাশ মণি দাসের হাতে শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী আলম আরা মিনু। পলাশ মণি দাস এ পর্যন্ত ২৫ একক নাটকের পাশপাশি একটি ধারবাহিক নাটকর পরিচালনা করছেন। এছাড়া ৫ টির অধিক বিজ্ঞাপনের কনসেপ্ট তৈরি ও নির্মাণ করেছেন তিনি। নিয়মিত নাটক, বিজ্ঞাপন ও ডকুমেন্টারি নির্মাণ করে থাকেন তিনি। সম্মাননা প্রসঙ্গে পলাশ মণি দাস বলেন, সংস্কৃতি একটি দেশের মৌল ভিত্তি পরিবর্তনে গুরুত্বপূর্ণ অবদান রাখে। সেক্ষেত্রে পরিচালক হিসেবে আমার প্রয়াস থাকে সমাজ বদলে মানুষের মননশীলতার পরিবর্তনে নাটকের মাধ্যমে আনন্দের সাথে কিছু ম্যাসেজও দেয়া। এতে করে যদি ক্ষুদ্র পরিবর্তনও হয়, সেটাই আমার পরম পাওয়া। তিনি আরও বলেন, আমরা সকলের সম্মিলিত প্রচেষ্টায় চাইলে নাটক, উপন্যাস, মঞ্চায়ন ইত্যাদি সাংস্কৃতিক মাধ্যমগুলোর দ্বারা অপসংস্কৃতি রোধে অবদান রাখতে পারি। কিশোর ও যুব সমাজকে একটি সঠিক আনন্দদায়ক অঙ্গন উপহার দিতে পারি।
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            