প্রতারণার অভিযোগে ইকমার্স প্রতিষ্ঠান কিউকম ডট কম লিমিটেডের চেয়ারম্যান মো. আইয়ুব আলী ও ব্যবস্থাপনা পরিচালক মো. রিপন মিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ আদেশ দেন। এদিন আসামিদের আদালতে হাজির হওয়ার কথা থাকলেও তারা উপস্থিত না হওয়ায় বিচারক এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন। বাদীপক্ষের আইনজীবী সাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, ‘প্রতারণা মামলার আসামি কিউকম ডট কম লিমিটেডের চেয়ারম্যান মো. আইয়ুব আলী ও ব্যবস্থাপনা পরিচালক মো. রিপন মিয়ার বৃহস্পতিবার আদালতে হাজির হওয়ার কথা ছিল। কিন্তু, তারা হাজির না হওয়ায় বিচারক তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।’
মামলার সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২৭ জুন ই কমার্স প্রতিষ্ঠান কিউকম ডট কম লিমিটেডের 'বিগ বিলিয়ন রিটার্নের' ক্যাম্পেইন থেকে থ্রি এস কর্পোরেশনের বিডির মালিক মেহেদি হাসান ফয়সাল ৮২ লাখ ৪৪ হাজার ১৬০ টাকার মালামাল ক্রয় করেন। ২১ থেকে ২৫ কর্মদিবসের মধ্যে মালামাল প্রদানের সময় থাকলেও কিউকম ডটকম সরবরাহ করেনি। এ ঘটনায় গত ১৩ আগস্ট ২০২৪ সালে প্রতারণার অভিযোগে কিউকম ডটকমের চেয়ারম্যান ও এমডির বিরুদ্ধে আদালতে মামলা করেন ভুক্তভোগী মেহেদি হাসান ফয়সাল।
আমারবাঙলা/জিজি
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            