রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে একটি ৭.৬৫ বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলিসহ এক ব্যক্তি গ্রেফতার হয়েছে।
শনিবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৩:৩০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দঘাট থানার পুলিশ উপজেলার উত্তর দৌলতদিয়ার পূর্বপাড়া পতিতা পল্লিতে আইয়ুব মেম্বারের বাড়ির ভাড়াটিয়া সীমা ওরফে লাখির (৩০) কক্ষে অভিযান পরিচালনা করে। অভিযানে রাজবাড়ী সদর উপজেলার মাটিপাড়া গ্রামের মৃত জনাব আলীর ছেলে মোঃ আবুল হাসেম সুজন (৫৩) কে গ্রেফতার করে। এসময় গ্রেফতারকৃত আসামির কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি পিস্তলের ম্যাগজিন ও তিন রাউন্ড ৭.৬৫ ক্যালিবারের তাজা গুলি উদ্ধার করা হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে গোয়ালন্দঘাট থানায় মামলা নং-২৫, তারিখ ২৩/০২/২০২৫ খ্রিঃ, ধারা 19A/19(f) The Arms Act 1878 মোতাবেক মামলা দায়ের করা হয়েছে।
রাজবাড়ী জেলা পুলিশ অপরাধ দমনে দৃঢ় প্রতিজ্ঞ এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে।
আমার বাঙলা/ ইউকে
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            