ছবি: ভিডিও থেকে নেওয়া
অপরাধ

চট্টগ্রামে ঘুষের টাকাসহ অফিস সহকারীকে যেভাবে ধরল দুদক

চট্টগ্রাম ব্যুরো:


চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পরিবার পরিকল্পনা কার্যালয়ের এক অফিস সহকারীকে ঘুষের টাকাসহ হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযুক্ত শাহ আলম (৪৮) দীর্ঘদিন ধরে অবসরপ্রাপ্ত এক কর্মচারীকে হয়রানি করে মোটা অঙ্কের অর্থ আদায়ের অভিযোগে অভিযানে ধরা পড়েন।
বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১১টার দিকে দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী পরিবার পরিকল্পনা কার্যালয়ে অভিযান চালায়। অভিযানের সময় শাহ আলমের ব্যবহৃত ড্রয়ার থেকে ঘুষের নগদ টাকা উদ্ধার করা হয়।
দুর্নীতি দমন কমিশন চট্টগ্রামের সহকারী পরিচালক মুসাব্বির আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, চাকরি থেকে অবসর গ্রহণের পর নিরাপত্তা প্রহরী মোহাম্মদ মোসাদ্দের মাসুদের অবসর সংক্রান্ত ফাইল ট্রেজারিতে পাঠানো এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র ঠিক করে দেওয়ার নামে শাহ আলম ৯০ হাজার টাকা দাবি করেন। প্রথম পর্যায়ে চাপের মুখে ব্যাংক চেকের মাধ্যমে কিছু অর্থ দেওয়া হয়। পরে আরও ২০ হাজার টাকা নগদ দাবি করলে দুদক ফাঁদ পাতে।
তিনি আরও বলেন, পরিকল্পনা অনুযায়ী অভিযোগকারী টাকা দেওয়ার সময় দুদকের দল অভিযান চালিয়ে অফিস সহকারী শাহ আলমকে আটক করে। এ সময় অফিসের গুরুত্বপূর্ণ নথিপত্র জব্দ করা হয়। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

অভিযোগকারী মোসাদ্দের মাসুদ জানান, চাকরি থেকে অবসরের পর ফাইল আটকে রেখে বারবার তাকে অফিসে আসতে বাধ্য করা হচ্ছিল। নানা ধরনের হয়রানি থেকে মুক্তি পেতে তিনি বাধ্য হয়ে ৭০ হাজার টাকা ব্যাংক চেকের মাধ্যমে পরিশোধ করেন। এরপরও টাকা দাবির শেষ না হওয়ায় তিনি দুদকে লিখিত অভিযোগ করেন।

এদিকে বাঁশখালী পরিবার পরিকল্পনা কর্মকর্তা (এমসিএইচ) ডা. শামীমা আক্তার বলেন, “অফিস সহকারী হিসেবে শাহ আলমের এমন আচরণ এর আগে আমার নজরে আসেনি। তদন্তে প্রকৃত সত্য উদঘাটিত হবে।”
দুদকের অভিযানটি তদারকি করেন চট্টগ্রাম দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক রিয়াস উদ্দিন। অভিযানে আরও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক জসীম উদ্দীন, উপ-সহকারী পরিচালক সুরাইয়া সুলতানা ও আবুল হাসান, বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদারসহ দুদকের একাধিক কর্মকর্তা।
স্থানীয় প্রশাসন ও সচেতন মহল মনে করছে, এই অভিযান সরকারি দপ্তরে দুর্নীতির বিরুদ্ধে একটি শক্ত বার্তা দেবে এবং সাধারণ সেবাগ্রহীতাদের হয়রানি কমাতে সহায়ক হবে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কুষ্টিয়ায় রহস্যজনক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুরে চাম্পা (৪৫) নামে এক নারীর রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার করে...

জাতীয় প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

জাতীয় প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) সকালে জ...

জমিসহ মমতাজের তিনটি বাড়ি জব্দ করার নির্দেশ

মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের ৪৭৪ শতাংশ জমিসহ...

ফ্যাসিস্ট শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ওয়েবসাইটে প্রকাশ

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবে...

গণভোটে ‘না’ পাস হলে গণ-অভ্যুত্থান ব্যর্থ হবে : নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, একটি বিশেষ রাজনৈতি...

প্রতীক ঘোষণার আগেই ‘দাঁড়িপাল্লা’তে ভোট! চট্টগ্রাম-১৫-এ জামায়াত প্রার্থী শোকজ

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী...

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট

চরম নিরাপত্তাহীনতা ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় লুণ্ঠিত বিপুল পরিমাণ অস্ত্...

বাগ হান্টে অংশ নিল সোনারগাঁও বিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং ক্লাবের তিন শিক্ষার্থী

বাংলাদেশের অন্যতম মর্যাদাপূর্ণ সাইবার নিরাপত্তা আয়োজন ‘দ্য বাগ হান্ট সি...

মনোহরদীতে জেলা প্রশাসকের গণশুনানি, দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস

নরসিংদীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেছ...

শিক্ষক-কর্মকর্তা নিয়োগে অনিয়ম: চবিতে হানা দুদকের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী নিয়োগকে কেন্দ্র কর...

লাইফস্টাইল
বিনোদন
খেলা