চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রলি চাপায় মাসুদ রানা (২৮) নামে এক লাইফ ইন্সুরেন্স কর্মী নিহত হয়েছেন। নিহত ব্যক্তি উপজেলার মনাকষা ইউনিয়নের রানীনগর গ্রামের মৃত আয়নাল হকের ছেলে।
বুধবার (০৫ মার্চ) সকালে উপজেলার মনাকষা ইউনিয়নের বনকুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১০টার দিকে মোটরসাইকেল যোগে মনাকষা থেকে শিবগঞ্জ বাজার যাচ্ছিলেন মাসুদ রানা। এ সময় বনকুল মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
আমারবাঙলা/ইউকে
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            