রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে অবৈধ মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানটি পরিচালিত হয় বুধবার (২১ জানুয়ারি ২০২৫) দিবাগত রাত ১২:৪০ মিনিটে রাজবাড়ী সদর থানার ছোট নুরপুর এলাকায়। জেলা গোয়েন্দা শাখার এসআই আতাউর রহমান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছোট নুরপুর জামে মসজিদের উত্তরে পাকা রাস্তার ওপর থেকে ২০০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ আসামি মো. শাহাদাত হোসেন (৩৫) কে গ্রেফতার করেন। শাহাদাতের বাড়ি রাজবাড়ীর পাংশা উপজেলার মৈশালা গ্রামে।
জেলা গোয়েন্দা শাখার ওসি মো. মফিজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জেলা গোয়েন্দা শাখা মাদকবিরোধী অভিযানে ধারাবাহিক সফলতা অর্জন করছে। এ ধরনের কার্যক্রম আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি মাদক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            