লালমনিরহাটের হাতিবান্ধায় মেডিক্যাল মোড় এলাকার একটি বেসরকারি ক্লিনিকের ডিজিটাল সাইনবোর্ডের স্ক্রিনে ‘আবার ফিরবে ছাত্রলীগ, জয়বাংলা জয় বঙ্গবন্ধু’ লেখা ভেসে উঠেছে।
রবিবার (১৯ জানুয়ারি) রাত ৮টায় ‘হাতিবান্ধা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম’ নামে ওই ক্লিনিকের ডিজিটাল সাইনবোর্ডে লেখাটি স্ক্রল হতে থাকে।
সফটওয়্যার হ্যাকিং হয়েছে বলে দাবি করেছে ক্লিনিক কর্তৃপক্ষ।
স্থানীয়রা জানান, বেসরকারি ওই ক্লিনিকটি যৌথমালিকানায় পরিচালিত হয়ে আসছে। বিএনপি ও আওয়ামীপন্থি লোকের মালিকানা রয়েছে।
হাতিবান্ধা থানার (ওসি) তদন্ত মামুন হোসেন বলেন, ‘আমাদের চোখের সামনেই লেখাটি ভেসে উঠছিল। আমরা দেখেছি। সফটওয়ার থানায় নিয়ে এসেছিলাম। ক্লিনিকের পক্ষ থেকে একটি জিডি (সাধারণ ডায়েরি) করা হয়েছে।’
আমারবাঙলা/এমআরইউ
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            