ছবি: সংগৃহীত
সারাদেশ

নোয়াখালী–৫ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ

শেহাব উদ্দিন আহমেদ টিপু, নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী–৫ (কোম্পানীগঞ্জ–কবিরহাট) আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ করেছেন দলের একাংশের নেতাকর্মীরা।

বুধবার (১৯ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে কবিরহাট বাজারে এই কর্মসূচি পালন করা হয়।

সম্প্রতি এ আসনে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য ফখরুল ইসলামকে দলীয় প্রার্থী হিসেবে প্রাথমিকভাবে ঘোষণা করে বিএনপি। তবে একই আসনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সহ–পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদ। ঘোষণার পর থেকে আবেদের অনুসারীরা প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ করে আসছেন।

বুধবার বিকেলে আবেদকে মনোনয়ন দেওয়ার দাবিতে তাঁর সমর্থকেরা কবিরহাট সরকারি কলেজের সামনে জড়ো হন। সেখান থেকে কাফনের কাপড় পরে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজের সামনে এসে বিক্ষোভ মিছিল শেষ করেন। এ সময় তাঁরা বিএনপির ঘোষিত প্রার্থী ফখরুল ইসলামকে বয়কট এবং প্রার্থী পরিবর্তনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ফখরুল ইসলাম বিএনপির আদর্শের লোক নন এবং তাঁর জামায়াতপ্রীতি রয়েছে বলে তাঁরা দাবি করেন। বক্তারা আরও বলেন, স্থানীয়ভাবে তিনি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন এবং দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের নিয়ে অনেকবার কটূক্তি করেছেন। বক্তাদের দাবি, “ফখরুল ইসলামের মনোনয়ন বাতিল না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।” তাঁরা গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি এবং প্রয়োজনে গণপদত্যাগের হুমকিও দেন।

বক্তারা আরও বলেন, “দলের পরীক্ষিত নেতাদের বাদ দিয়ে বাইরে থেকে এসে বসা একজন নেতাকে মনোনয়ন দেওয়ায় তৃণমূলে ক্ষোভ তৈরি হয়েছে। ফখরুল ইসলামের জামায়াত–সম্পৃক্ততার বিষয়ে এলাকায় নানা আলোচনা রয়েছে।”

এ বিষয়ে নোয়াখালী–৫ আসনের দলীয় প্রার্থী ফখরুল ইসলাম বলেন, “বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ, বিএনপি একটি বড় রাজনৈতিক দল। এখানে সবাই মত প্রকাশের অধিকার রাখেন। কয়েক দিন আগে আমি কবিরহাট বাজারে ৫০ হাজার লোকের সমাবেশ করেছি। সেখানে যদি কিছু মানুষ ভিন্নমত প্রকাশ করেন, সেটাই গণতন্ত্র।”

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তুরাগে ধর্ষণ মামলা না নিয়ে ওসির আপোষের চাপ, উল্টো মামলা ধর্ষিতার বিরুদ্ধে !

রাজধানীর তুরাগের রাজাবাড়ি এলাকায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে একাধিকবার ধর...

মধ্যরাতে সাংবাদিক সোহেলকে তুলে আনার কারণ জানাল ডিএমপি

অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সেক্রেটারি ও দৈনিক ভোরের কাগজের অনলাইন এডিটর মিজা...

ফেসবুক অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাফেজ পেয়ারের

ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড জামায়াতে ইসলামী সেক্রেটার...

মৌলভীবাজারের গর্বিত সন্তান বিজ্ঞানী ও গবেষক ডক্টর আতাউল করিম

মৌলভীবাজারের গর্বিত সন্তান প্রখ্যাত বিজ্ঞানী, গবেষক ও শিক্ষাবিদ ডক্টর মোহাম্ম...

জামদানি শাড়িতে মিথিলার ন্যাশনাল কস্টিউম

থাইল্যান্ডে অনুষ্ঠিত মিস ইউনিভার্স ২০২৫-এ বাংলাদেশের প্রতিনিধি তানজিয়া জামান...

গাজায় ৪০ হাজার শিশুকে টিকা দিবে বিশ্ব স্বাস্থ্য সংস্থাৃ

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, ফিলিস্তিনের গাজায় সাম্প্রতিক যু...

সেঞ্চুরিতে শততম টেস্ট রাঙালেন মুশফিক

মিরপুর টেস্টের প্রথম দিনের শেষ বিকেলে আলো ক্রমেই কমছিল, কিন্তু মুশফিকুর রহিমক...

নারীর ‘ঘুষি’ খেয়ে অস্ত্র ফেলে পালালো ৩ ছিনতাইকারী

মাগুরার শ্রীপুর উপজেলায় অস্ত্র ঠেকিয়ে এক নারী এনজিও কর্মীর স্বর্ণের চেইন ও টা...

রেকর্ড দামে বিক্রি হলো সোনার টয়লেট ‘আমেরিকা’

নিউইয়র্কের একটি নিলাম অনুষ্ঠানে মঙ্গলবার অতি-ধনী ব্যক্তিদের নিয়ে ব্যঙ্গ করা...

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, চতুর্দশ সংসদ নির্বাচন থেকে কার্যকর

বহুল আলোচিত নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় অসা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা