কুষ্টিয়ার দৌলতপুরে ফিলিপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নঈম উদ্দিন সেন্টু হত্যা মামলার পলাতক আসামি শামীম ওরফে শুটার শামীম (২০)–কে গ্রেপ্তার করেছে সিআইডি ও দৌলতপুর থানা পুলিশের যৌথ দল। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে ফিলিপনগর হাই স্কুল মাঠ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শামীম ফিলিপনগর এলাকার মজিবর রহমানের ছেলে।
গত বছরের ৩০ সেপ্টেম্বর দুপুরে ফিলিপনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় চেয়ারম্যান নঈম উদ্দিন সেন্টুকে। মামলার তদন্ত চলাকালে শামীমের সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার কথা জানিয়ে আজ বুধবার দুপুরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ বলেন, সেন্টু চেয়ারম্যান হত্যা মামলাটি সিআইডি তদন্ত করছে। মঙ্গলবার বিকেলে যৌথ অভিযানে শামীমকে গ্রেপ্তার করা হয়।
কুষ্টিয়া সিআইডির পরিদর্শক মহাব্বত আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফিলিপনগর হাই স্কুল মাঠ এলাকা থেকে শামীমকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জানান, শামীম এ মামলার এজাহারে নামীয় আসামি না হলেও তদন্তে তাঁর সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে।
আদালতে সোপর্দ করার পর বিচারক শামীমকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আমারবাঙলা/এফএইচ