ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেন থেকে তিনটি বগি খুলে যাওয়ার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, ঢাকাগামী কালনী এক্সপ্রেস তালশহর এলাকায় তিনটি বগি খুলে গিয়ে দুই ভাগ হয়ে যায়। পড়ে লোকোমাস্টার কিছুটা সামনের দিকে গিয়ে ট্রেন থামান। বর্তমানে আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
তালশহর স্টেশন মাস্টার মো. শহিদুল ইসলাম জানান, ট্রেনটি তিনটি বগি রেখে সামনের দিকে চলে যায়। চালক অনতিদূরেই ট্রেন থামিয়ে দেন। কোনো যন্ত্রাংশ ভেঙে এমনটি হয়ে থাকতে পারে। আপাতত আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
আমারবাঙলা/এফএইচ