চট্টগ্রাম মহানগরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটির মুখপাত্র ফাতেমা খানম লিজার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। শনিবার (২৪ মে) সংগঠনটির মহানগরের আহ্বায়ক আরিফ মঈনউদ্দীন ও সদস্য সচিব নিজাম উদ্দিন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতি বলা হয়, ‘সম্প্রতি অব্যাহতিপ্রাপ্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম মহানগর-এর মুখপাত্র ফাতেমা খানম লিজার বহিষ্কারাদেশ সাংগঠনিক বিবেচনায় প্রত্যাহার করা হলো এবং তিনি সাংগঠনিক কার্যক্রমে অংশগ্রহণ করবেন।’
এর আগে মাদকসেবন এবং অনিয়ন্ত্রিত জীবনযাপনের ছবি ও ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে লিজাকে মহানগর কমিটির মুখপাত্র পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। একই দিন আলাদা দুইটি বিজ্ঞপ্তিতে চাঁদাবাজি ও ব্যবসায়ীকে হেনস্তা ও চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী চট্টগ্রাম মহানগরের যুগ্ম সদস্যসচিব আবুল বাছির নাঈম এবং একই কমিটির সংগঠক শাহরিয়ার সিকদারকে বহিষ্কার করা হয়।
তবে প্রত্যাহারপত্রে শুধুমাত্র লিজাকে দায়মুক্তি দেওয়া হয়। বাকি দুইজনের বিষয়ে এখনো কোনো সিদ্বান্ত নেওয়া হয়নি।
আমারবাঙলা/জিজি