কিশোরগঞ্জ প্রতিনিধি
সারাদেশ

আ. লীগ, জামায়াত ও এনসিপির বিরুদ্ধে স্লোগান

কিশোরগঞ্জ প্রতিনিধি

দেশব্যাপী আওয়ামী সন্ত্রাসীদের অপতৎপরতার বিরুদ্ধে এবং অনতিবিলম্বে জাতীয় নির্বাচনের দাবিতে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপির একটি পক্ষ।

পাকুন্দিয়া উপজেলা বিএনপি ও সকল সহযোগি অঙ্গ সংগঠনের ব্যানারে রবিবার (১৮ মে) দুপুরে উপজেলা সদরে বের হওয়া বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ভিপি কামাল উদ্দিন।

উপজেলা সদরের বড়বাড়ি রোড থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাজার প্রদক্ষিণ করে পাটমহালে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। কর্মসূচি চলাকালে বিক্ষোভ মিছিল থেকে আওয়ামী লীগের পাশাপাশি জামায়াতে ইসলামী ও এনসিপি’র বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়। ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জবাই কর’, ‘একটা একটা এনসিপি ধর, ধইরা ধইরা জবাই কর’, ‘একটা একটা জামায়াত ধর, ধইরা ধইরা জবাই কর’ ইত্যাদি স্লোগান দেওয়ার ভিডিও পরবর্তিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গণে তোলপাড় চলছে।

ভাইরাল হওয়া ভিডিও এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রবিবার বেলা ১২টার দিকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলের এক পর্যায়ে পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাকিল মাহমুদ সম্রাট স্লোগান ধরেন- ‘একটা একটা লীগ ধর’। মিছিলকারী অন্যরা তার স্লোগানে তাল মিলিয়ে বলেন- ‘ধইরা ধইরা জবাই কর’। সম্রাট এরপর স্লোগান ধরেন- ‘একটা একটা এনসিপি ধর’। অন্যরা তাল মিলিয়ে বলেন- ‘ধইরা ধইরা জবাই কর’। এরপর সম্রাট স্লোগান তুলেন- ‘একটা একটা জামায়াত ধর’। এবারও অন্যরা তাল মিলিয়ে বলেন- ‘ধইরা ধইরা জবাই কর’।

পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জ্বল জানান, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচার দাবিতে পাকুন্দিয়া সরকারি কলেজে আমাদের কর্মসূচি ছিল। ওই কর্মসূচিতে অংশগ্রহণ না করে উপজেলা বিএনপির একটি পক্ষের মিছিলে অংশগ্রহণ করে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাকিল মাহমুদ সম্রাট। সেখানে সে বিব্রতকর স্লোগান দিয়েছে। এই স্লোগানের কারণে উপজেলায় আমাদের সম্প্রীতি নষ্ট হয়েছে। বিষয়টি জেলা ছাত্রদলকে আমরা অফিসিয়ালি জানাবো।

এ ব্যাপারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ইকরাম হোসেন বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছাত্রদলও আমাদের সঙ্গে ছিলো। গণঅভ্যুত্থানের নয় মাসের মাথায় এ রকম আগ্রাসী মনোভাব আমাদেরকে ভাবাচ্ছে। আমাদের প্রত্যাশা, ছাত্রদলের সিনিয়র নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা বিষয়টি তদন্ত করে অবশ্যই ব্যবস্থা নিবেন।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মো. খলিলুর রহমান মুজাহিদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যেসব রাজনৈতিক দলের কর্মীরা আমাদের সাথে লড়াইয়ে অংশগ্রহণ করেছেন তাদের সাথে বিভিন্ন বিষয়ে আমাদের মতপার্থক্য থাকবে কিন্তু প্রতিহিংসা নয়। মতপার্থক্য থাকা গণতন্ত্র চর্চারই অংশ। কিন্তু বিএনপির মিছিলে অভ্যুত্থানের অংশীজনদের বিরুদ্ধে যে ভাষায় স্লোগান দেয়া হয়েছে তা অনভিপ্রেত। আমরা এর নিন্দা জানাই এবং এই ধরণের অপরাজনৈতিক সংস্কৃতি থেকে যেন সবাই দূরে থাকি।

বিক্ষোভ মিছিলে নেতৃত্বদানকারী পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ভিপি কামাল উদ্দিন এ বিষয়ে বলেন, ‘এটা দলীয় কোনো স্লোগান না, মিছিলে ছাত্রদলের নেতাকর্মীরা ছিল, তারাই এ স্লোগান দিয়েছে।’

এ ব্যাপারে জামায়াতে ইসলামীর শূরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যাপক মো. রমজান আলী বলেন, দীর্ঘ ১৭ বছর বিএনপি ও জামায়াত আমরা একসাথে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন করেছি। আন্দোলনের ফসল হিসেবে ৫ আগস্ট আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এখন এরকম কোনো কাজ করা যাবে না যে কারণে আওয়ামী লীগ লাভবান হয় এবং আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হতে পারে। আমি এ আচরনের নিন্দা জানাই।

জেলা বিএনপির সহ-সভাপতি ও পাকুন্দিয়া উপজেলার বিএনপির আহ্বায়ক পিপি জালাল উদ্দিন বলেন, এটা উপজেলা বিএনপি কিংবা কেন্দ্রঘোষিত কোনো কর্মসূচি ছিলো না। ব্যক্তিকেন্দ্রিক একটি কর্মসূচি ছিলো। সেখান থেকে জামায়াত ও এনসিপিকে নিয়ে যেসব স্লোগান দেয়া হয়েছে, সেটি দল হিসেবে বিএনপির নয়, যারা দিয়েছে শুধু তাদের নিজস্ব বিষয়।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীর মনোহরদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা

আজ ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। উদয়ের পথে শুনি কার বাণী—

কুষ্টিয়ায় ৮১ কিলোমিটার এলাকায় বিজিবির তৎপরতা

সাম্প্রতিক ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ঠে...

একই স্থানে সূর্যোদয়–সূর্যাস্ত দেখার অপার সৌন্দর্যের দ্বীপ রাঙ্গাবালী

পটুয়াখালীর সমুদ্রবেষ্টিত দ্বীপ উপজেলা রাঙ্গাবালী যেন লুকিয়ে থাকা এক টুকরো স...

চট্টগ্রামে ছাত্রদল কর্মী হত্যায় আরেক ছাত্রদল কর্মী গ্রেপ্তার

মিরসরাইয়ের বারইয়ারহাটে ছাত্রদলকর্মী তাহমিদ উল্যাহ (১৮) হত্যাকাণ্ডে জড়িত অভিযো...

ওসমান হাদিকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে রাঙ্গাবালীতে বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার প্রতিবাদে পটুয়াখালীর...

মহেশখালীতে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে অর্থদণ্ড

কক্সবাজারের মহেশখালী উপজেলায় অবৈধভাবে মাটি কাটার ও পরিবহনের অভিযোগে ভ্রাম্যমা...

শ্রীমঙ্গলে ‘হারমোনি উৎসব’ স্থগিত 

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রী...

নরসিংদীর মনোহরদীতে জুয়া খেলার অভিযোগে চারজন আটক 

জে,এম, শাহজাহান মোল্লা, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি: মনোহরদী উপজেলার কাচিকাট...

রাউজানে নির্বাচনী প্রস্তুতি ঘিরে যৌথ মহড়া ও মতবিনিময় সভা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে আয়োজনের...

বিজয় দিবস উদযাপনে চট্টগ্রাম মহানগর বিএনপির প্রস্তুতি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগর বিএনপি মহান বিজয় দিবস উদযাপনের জন্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা