ফেনীর ছাগলনাইয়ায় মাদকবিরোধী অভিযানে গিয়ে মাদককারবারিদের হামলার শিকার হয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পাঁচ সদস্য। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৮ এপ্রিল) রাতে উপজেলার মহামায়া ইউনিয়নের জয়নগর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- ডিবির উপ-পরিদর্শক (এসআই) তানভীর মেহেদী, সহকারি উপ-পরিদর্শক (এএসআই) খোকন হোসেন ও রিংকু বড়ুয়া, এবং কনস্টেবল মুজিবুর রহমান ও জাহাঙ্গীর।
জেলা ডিবি সূত্রে জানা গেছে, মাদককারবারি আলমগীর ওরফে সোর্স আলমগীরকে গ্রেপ্তারে অভিযান চালায় পুলিশের একটি দল। তাকে আটক করার পরপরই স্থানীয় ৪০-৫০ জন নারী-পুরুষ একত্রিত হয়ে পুলিশের ওপর হামলা চালায় এবং আলমগীরকে পালিয়ে যেতে সাহায্য করে।
হামলার ঘটনায় জয়নগর গ্রামের শফি উল্যাহর ছেলে জয়নাল আবদীন সিফাত (২০), তার মেয়ে রুজিনা আক্তার (৩২) এবং রহিম উল্যাহর স্ত্রী রূপধন (৪৮) কে আটক করা হয়েছে।
জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা জানান, খবর পেয়ে ছাগলনাইয়া থানার ওসি নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে।
ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন তিনি।
আমারবাঙলা/ইউকে
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            