বগুড়া প্রতিনিধি
সারাদেশ

বগুড়ায় দুই লাখ টাকা ঘুষ চাওয়ার অভিযোগে এক পুলিশ সদস্য ক্লোজড

বগুড়া প্রতিনিধি

বগুড়ার শেরপুরে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে ঘুষ ও অনৈতিক স্বার্থ চরিতার্থ করতে না পেরে এক বছর আগে মৃত্যুবরণকারীর ভাইকে প্রলুব্ধ করে মামলা সাজানো হয়। তবে মামলা না করার শর্তে আসামীপক্ষের সাথে এসআই জাহাঙ্গীর আলমের ঘুষ চাওয়া নিয়ে একটি অডিও প্রকাশ পায়। এ ছাড়াও নগদ বিশ হাজার টাকা নিয়ে থানা থেকে ওই মামলায় আসামীকে ছেড়েও দেওয়া হয়। এসব নিয়ে ওই দারোগার বিরুদ্ধে নানা অভিযোগে সংবাদ সম্মেলন করেন মামলার আসামি মোবারক হোসেন। এর প্রেক্ষিতে অভিযুক্ত ওই এসআই জাহাঙ্গীর আলমকে বগুড়া পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

সোমবার দুপুরে (২১ এপ্রিল) এমন তথ্য নিশ্চিত করেছেন শেরপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম। তিনি বলেন, উপ-পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করায় পুলিশ সুপার কার্যালয় ২০ এপ্রিল তাকে পুলিশ লাইনে ক্লোজড করে একটি আদেশ দেয়। বর্তমানে তিনি পুলিশ লাইনে রয়েছে। তবে তার বিরুদ্ধে আনিত অভিযোগ তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানান পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষ।

মামলার আসামী মোবারক হোসেন জানান, ২০২৪ সালের ১২ মে তার ভাগ্নে আলমগীর হোসেন ও স্ত্রী আখি খাতুনের দাম্পত্য কলহের জেরে আখি আত্মহত্যা করেন। এ ঘটনায় উভয় পরিবারের মাঝে আপোষ মীমাংসাও হয়, যেখানে থানা পুলিশের মধ্যস্থতা ছিল। এসআই মোঃ জাহাঙ্গীর আলম আপোষনামা গ্রহণ করেন এবং পরবর্তীতে কারেকশন করবেন বলে একটি সাদা কাগজে স্বাক্ষর নিয়ে রাখেন।

কিন্তু প্রায় ১০ মাস পর, ২০২৫ সালের ১৩ এপ্রিল আকস্মিকভাবে আখির মৃত্যুকে কেন্দ্র করে একটি মামলা দায়ের করা হয়, যেখানে মোবারকসহ মোট পাঁচজনকে আসামি করা হয়। মোবারকের অভিযোগ, এসআই জাহাঙ্গীর আলম টাকা দাবি করে ব্যর্থ হয়ে এই মামলায় তাদের নাম যুক্ত করেন।

মামলার আগেই এসআই জাহাঙ্গীর আলম ভাগ্নে আলমগীর হোসেনকে ভয়ভীতি দেখিয়ে বলেন, বিষয়টি ম্যানেজ করতে হলে তাকে উপর মহলকে টাকা দিতে হবে। শুরুতে দুই লাখ টাকা দাবি করা হলেও পরে তা এক লাখ টাকায় নামিয়ে আনা হয়। কিন্তু ভুক্তভোগীরা টাকা দিতে অস্বীকৃতি জানালে হুমকির মুখে মামলা দিয়ে হয়রানি শুরু হয়। প্রমাণস্বরূপ আমাদের কাছে এ ঘটনার ২৫ মিনিটের বেশি সময়ের অডিও রেকর্ডিংও রয়েছে।

এদিকে ১৬ এপ্রিল ওই মামলা ৫নং আসামী মোবাকর হোসেনের স্ত্রীর গর্ভের জমজ সন্তান ফলস অ্যাবর্শনে মারা যায়। তারপরেও আমি ১৭ এপ্রিল সকালে তার থানায় গ্রেফতারকৃত ভাগ্নে আলমগীর থানায় গেলে এসআই আমাকে জানান, আমি মামলার আসামি। একই সঙ্গে তিনি আমার কাছ থেকে ৫০ হাজার টাকা দাবি করেন, পরবর্তীতে ২০ হাজার টাকা নিয়ে দুইটি সাদা কাগজে স্বাক্ষর নিয়ে আমাকে থানার বাইরে পাঠিয়ে দেন। এসব ঘটনার প্রেক্ষিতে ওই দারোগার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী করে গত ১৮ এপ্রিল শেরপুর উপজেলা প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলন করা হয়।

এ বিষয়ে বগুড়ার অতিরিক্তি পুলিশ সুপার (শেরপুর সার্কেল) সজীব শাহরীন জানান, “বিষয়টি জেনেছি, ওই এসআইকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগগুলো যথাযথভাবে যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যেসব জেলা সবচেয়ে বেশি ভূমিকম্প ঝুঁকিতে

রাজধানী ঢাকাসহ দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে উপর্যুপরি মাঝারি ও মৃদু মাত্রা...

মিয়ানমারে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প

মিয়ানমার উপকূলে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মিয়ানমারের পাশাপাশি ভ...

মানবতাবিরোধী অপরাধ : ট্রাইব্যুনালে ১৩ সেনা কর্মকর্তা

আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে টাস্কফোর্স ইন্টারোগেশন (টিএফআই) সেল ও জয়েন্ট ইন্...

শেখ হাসিনার প্লট দুর্নীতি মামলার রায় ২৭ নভেম্বর

প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২ আসামির রায়ে...

বাঙ্গালহালিয়া পাহাড়িকা পাবলিক স্কুলে বর্ণিল ‘ক্লাস পার্টি–২০২৫’ উদ্‌যাপন

রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া পাহাড়িকা পাবলিক স্কুলে প্লে থেকে অষ্...

নির্বাচন পর্যন্ত স্থগিত থাকছে এনআইডি সংশোধনের সব কার্যক্রম

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ঠিকানা পরিবর্তনস...

শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরে বড় বাধা ভারত

একসময় তিনি ছিলেন ধর্মনিরপেক্ষ রাজনীতির এক পরিচিত মুখ; এক বিপ্লবী নেতার কন্যা,...

টানা বর্ষণে মালয়েশিয়ায় ভয়াবহ বন্যা: সাত রাজ্যে মানবিক সংকট

মালয়েশিয়ার ৭টি রাজ্যে প্রবল বৃষ্টির কারণে বন্যা দেখা দেওয়ায় ১১ হাজারেরও ব...

উত্তরার দিয়াবাড়িতে সরকারি জমিতে অবৈধ ‘জর্বিং রাইড’

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় সরকারি জমিতে অনুমোদনহীনভাবে পরিচালিত হচ্ছে ব...

নির্বাচনে প্রবাসী অংশগ্রহণ বাড়ছে: নিবন্ধন ১৭,৯০০

গতকাল রবিবার রাতে নির্বাচন কমিশনের ওয়েবসাইটের পোস্টাল ভোটিং আপডেট থেকে এই তথ্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা