বগুড়া প্রতিনিধি
সারাদেশ

বগুড়ায় দুই লাখ টাকা ঘুষ চাওয়ার অভিযোগে এক পুলিশ সদস্য ক্লোজড

বগুড়া প্রতিনিধি

বগুড়ার শেরপুরে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে ঘুষ ও অনৈতিক স্বার্থ চরিতার্থ করতে না পেরে এক বছর আগে মৃত্যুবরণকারীর ভাইকে প্রলুব্ধ করে মামলা সাজানো হয়। তবে মামলা না করার শর্তে আসামীপক্ষের সাথে এসআই জাহাঙ্গীর আলমের ঘুষ চাওয়া নিয়ে একটি অডিও প্রকাশ পায়। এ ছাড়াও নগদ বিশ হাজার টাকা নিয়ে থানা থেকে ওই মামলায় আসামীকে ছেড়েও দেওয়া হয়। এসব নিয়ে ওই দারোগার বিরুদ্ধে নানা অভিযোগে সংবাদ সম্মেলন করেন মামলার আসামি মোবারক হোসেন। এর প্রেক্ষিতে অভিযুক্ত ওই এসআই জাহাঙ্গীর আলমকে বগুড়া পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

সোমবার দুপুরে (২১ এপ্রিল) এমন তথ্য নিশ্চিত করেছেন শেরপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম। তিনি বলেন, উপ-পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করায় পুলিশ সুপার কার্যালয় ২০ এপ্রিল তাকে পুলিশ লাইনে ক্লোজড করে একটি আদেশ দেয়। বর্তমানে তিনি পুলিশ লাইনে রয়েছে। তবে তার বিরুদ্ধে আনিত অভিযোগ তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানান পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষ।

মামলার আসামী মোবারক হোসেন জানান, ২০২৪ সালের ১২ মে তার ভাগ্নে আলমগীর হোসেন ও স্ত্রী আখি খাতুনের দাম্পত্য কলহের জেরে আখি আত্মহত্যা করেন। এ ঘটনায় উভয় পরিবারের মাঝে আপোষ মীমাংসাও হয়, যেখানে থানা পুলিশের মধ্যস্থতা ছিল। এসআই মোঃ জাহাঙ্গীর আলম আপোষনামা গ্রহণ করেন এবং পরবর্তীতে কারেকশন করবেন বলে একটি সাদা কাগজে স্বাক্ষর নিয়ে রাখেন।

কিন্তু প্রায় ১০ মাস পর, ২০২৫ সালের ১৩ এপ্রিল আকস্মিকভাবে আখির মৃত্যুকে কেন্দ্র করে একটি মামলা দায়ের করা হয়, যেখানে মোবারকসহ মোট পাঁচজনকে আসামি করা হয়। মোবারকের অভিযোগ, এসআই জাহাঙ্গীর আলম টাকা দাবি করে ব্যর্থ হয়ে এই মামলায় তাদের নাম যুক্ত করেন।

মামলার আগেই এসআই জাহাঙ্গীর আলম ভাগ্নে আলমগীর হোসেনকে ভয়ভীতি দেখিয়ে বলেন, বিষয়টি ম্যানেজ করতে হলে তাকে উপর মহলকে টাকা দিতে হবে। শুরুতে দুই লাখ টাকা দাবি করা হলেও পরে তা এক লাখ টাকায় নামিয়ে আনা হয়। কিন্তু ভুক্তভোগীরা টাকা দিতে অস্বীকৃতি জানালে হুমকির মুখে মামলা দিয়ে হয়রানি শুরু হয়। প্রমাণস্বরূপ আমাদের কাছে এ ঘটনার ২৫ মিনিটের বেশি সময়ের অডিও রেকর্ডিংও রয়েছে।

এদিকে ১৬ এপ্রিল ওই মামলা ৫নং আসামী মোবাকর হোসেনের স্ত্রীর গর্ভের জমজ সন্তান ফলস অ্যাবর্শনে মারা যায়। তারপরেও আমি ১৭ এপ্রিল সকালে তার থানায় গ্রেফতারকৃত ভাগ্নে আলমগীর থানায় গেলে এসআই আমাকে জানান, আমি মামলার আসামি। একই সঙ্গে তিনি আমার কাছ থেকে ৫০ হাজার টাকা দাবি করেন, পরবর্তীতে ২০ হাজার টাকা নিয়ে দুইটি সাদা কাগজে স্বাক্ষর নিয়ে আমাকে থানার বাইরে পাঠিয়ে দেন। এসব ঘটনার প্রেক্ষিতে ওই দারোগার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী করে গত ১৮ এপ্রিল শেরপুর উপজেলা প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলন করা হয়।

এ বিষয়ে বগুড়ার অতিরিক্তি পুলিশ সুপার (শেরপুর সার্কেল) সজীব শাহরীন জানান, “বিষয়টি জেনেছি, ওই এসআইকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগগুলো যথাযথভাবে যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সোনার দাম আবার আকাশছোঁয়া, আজ থেকেই নতুন মূল্য কার্যকর

এক দিনের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম আবার বাড়ালো বাংলাদেশ জুয়েলার্স...

খাদ্য নিরাপত্তাহীনতা মোকাবেলায় কোস্টাল ইয়ুথের প্রশিক্ষণ

সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে “ক্লায়েন্ট সেন্টার্ড হিউম্যানিট...

মৌলভীবাজারে পোস্টারবিহীন নির্বাচন, বেড়েছে স্বচ্ছতা

দেশের ইতিহাসে প্রথমবারের মতো পোস্টার ও ব্যানারবিহীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বা...

পদত্যাগের ৫০ দিন পরও সরকারি বাসায় আসিফ মাহমুদ ও মাহফুজ আলম

গত বছরের ১০ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছ...

কুলাউড়ায় মনু নদীর চর কেটে কোটি টাকার বালু উত্তোলন ও বিক্রির অভিযোগ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা, হাজিপুর ও রাজাপুর এলাকায় মনু নদীর চর...

টেকনাফে কোটি টাকার ইয়াবাসহ আটক ১০

কক্সবাজারের টেকনাফে প্রায় ১ কোটি ২৫ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমা...

পেকুয়ায় ইয়াবাসহ গ্রেফতার ২

কক্সবাজার জেলার পেকুয়া থানায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ২৬ পিস ইয়াব...

প্রতিটি ঘর থেকে বর্জ্য সংগ্রহ করে ক্লিন সিটি গড়তে হবে: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরীকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে প্রতিটি ঘর থেকে নিয়মিত...

চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি শনিবার, রোববার আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

চট্টগ্রাম বন্দর বেসরকারিকরণের উদ্যোগ বাতিল না হলে শনিবার থেকে অপারেশনাল কার্য...

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে : ফেনীর তিন সংসদীয় আসনে ১৮ প্লাটুন বিজিবি মোতায়েন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ফেনী জেলার তিনটি সংসদীয় আসনে সার্বি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা