ছবি: নীলফামারী প্রতিনিধি
সারাদেশ

ফিলিস্তিনে গণহত্যা ও নাগপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

নীলফামারী প্রতিনিধি

ফিলিস্তিনে চলমান গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিমদের ওপর নির্যাতনের প্রতিবাদে এবং গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নীলফামারী জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি নীলফামারীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে সমাবেশে মিলিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় (রংপুর বিভাগীয়) সাংগঠনিক সম্পাদক এডভোকেট এম. হাছিবুল ইসলাম। তিনি বলেন, “ফিলিস্তিনে ইসরাইলের বর্বরোচিত গণহত্যা ও ভারতে মুসলমানদের ওপর ধারাবাহিক নিপীড়ন বিশ্ব মানবতার জন্য হুমকিস্বরূপ। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এই অন্যায়ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা। অন্যদিকে, বাংলাদেশেও ফ্যাসিবাদী সরকার গণতন্ত্র ও মানবাধিকারের চরম লঙ্ঘন করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বিরুদ্ধে আপসহীন ভূমিকা রাখবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মাদ আশিকুল ইসলাম। তিনি বলেন, “ফিলিস্তিনে গণহত্যা এবং নাগপুরে মুসলিম নিপীড়নের বিরুদ্ধে বিশ্ববাসীর সোচ্চার হওয়া জরুরি। আমরা এ ধরনের অমানবিক ও গণবিরোধী কার্যক্রমের তীব্র নিন্দা জানাই এবং সকল মুসলিম ও বিবেকবান মানুষের প্রতি আহ্বান জানাই, তারা যেন এ ধরনের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়।”

সভাপতিত্ব করেন মুহাম্মাদ জাকারিয়া হোসেন, সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নীলফামারী জেলা শাখা। সমাবেশে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলা শাখার দপ্তর সম্পাদক, মাওলানা মুহাম্মাদ গোলাম রব্বানী। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, নীলফামারী জেলা শাখার সভাপতি মুহাম্মাদ মামুন ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মুহাম্মাদ ফয়জুর রহমান, সাধারণ সম্পাদক, তারিক বিন আজিজ, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাফিজ সাজু, প্রশিক্ষণ সম্পাদক ফজলে রাব্বী জনি, দাওয়াহ সম্পাদক মুহাম্মাদ তরিকুল ইসলাম, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক, এম রেজওয়ানুল হক, বিশ্ববিদ্যালয় সম্পাদক আরিফুল ইসলামসহ জেলা ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ। বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে নেতৃবৃন্দ ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং ভারতের নাগপুরসহ বিশ্বের বিভিন্ন স্থানে মুসলিম নিপীড়ন বন্ধের জোরালো দাবি উত্থাপন করেন। একইসঙ্গে বাংলাদেশে ফ্যাসিস্ট সরকার ও তাদের দমননীতি প্রতিহত করার ঘোষণা দেন।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকাস্থ ৭ কলেজের শিক্ষকদের সর্বাত্মক টানা কর্মবিরতি ঘোষণা

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বাস্তবায়নকে কেন্দ্র করে ঢাকাস্থ ৭ কলেজের শিক্ষক...

রাজধানীতে ৩ বাসে অগ্নিসংযোগ, হাতবোমা বিস্ফোরণ

রাজধানীর হাজারীবাগ, দক্ষিণ কেরানীগঞ্জ ও সাভারে তিনটি বাসে অগ্নিসংযোগ এবং ঢাকা...

মৌলভীবাজার পৌর বিএনপির দায়িত্বে কামাল

মৌলভীবাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার আহমেদ দেশের বাইরে থাকায় তাঁর অনু...

বিষমিশ্রিত দানায় ৩৩৫ হাঁসের মৃত্যু, খামারির মাথায় হাত

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বিষমিশ্রিত ধান খেয়ে এক খামারির ৩৩৫টি হাঁস মারা গেছে...

শেখ হাসিনার মামলার রায় আজ

চব্বিশের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থান দমনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শে...

ঢাকাস্থ ৭ কলেজের শিক্ষকদের সর্বাত্মক টানা কর্মবিরতি ঘোষণা

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বাস্তবায়নকে কেন্দ্র করে ঢাকাস্থ ৭ কলেজের শিক্ষক...

নোয়াখালীতে র‍্যাবের বিশেষ টহল ও চেকপোস্ট জোরদার

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ এ...

শেখ হাসিনা-কামালকে হস্তান্তরের জন্য ভারতের প্রতি বাংলাদেশের আহ্বান

জুলাই হত্যাকাণ্ডের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও...

নোয়াখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, আহত ৪

নোয়াখালীর সদর ও কবিরহাট উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায়...

রাজশাহীতে বিচারকের ছেলে হত্যার প্রতিবাদে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন

রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আবদুর রহমানের বাসায় প্রবেশ করে তাঁ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা