ছবি: নীলফামারী প্রতিনিধি
সারাদেশ

ফিলিস্তিনে গণহত্যা ও নাগপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

নীলফামারী প্রতিনিধি

ফিলিস্তিনে চলমান গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিমদের ওপর নির্যাতনের প্রতিবাদে এবং গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নীলফামারী জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি নীলফামারীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে সমাবেশে মিলিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় (রংপুর বিভাগীয়) সাংগঠনিক সম্পাদক এডভোকেট এম. হাছিবুল ইসলাম। তিনি বলেন, “ফিলিস্তিনে ইসরাইলের বর্বরোচিত গণহত্যা ও ভারতে মুসলমানদের ওপর ধারাবাহিক নিপীড়ন বিশ্ব মানবতার জন্য হুমকিস্বরূপ। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এই অন্যায়ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা। অন্যদিকে, বাংলাদেশেও ফ্যাসিবাদী সরকার গণতন্ত্র ও মানবাধিকারের চরম লঙ্ঘন করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বিরুদ্ধে আপসহীন ভূমিকা রাখবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মাদ আশিকুল ইসলাম। তিনি বলেন, “ফিলিস্তিনে গণহত্যা এবং নাগপুরে মুসলিম নিপীড়নের বিরুদ্ধে বিশ্ববাসীর সোচ্চার হওয়া জরুরি। আমরা এ ধরনের অমানবিক ও গণবিরোধী কার্যক্রমের তীব্র নিন্দা জানাই এবং সকল মুসলিম ও বিবেকবান মানুষের প্রতি আহ্বান জানাই, তারা যেন এ ধরনের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়।”

সভাপতিত্ব করেন মুহাম্মাদ জাকারিয়া হোসেন, সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নীলফামারী জেলা শাখা। সমাবেশে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলা শাখার দপ্তর সম্পাদক, মাওলানা মুহাম্মাদ গোলাম রব্বানী। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, নীলফামারী জেলা শাখার সভাপতি মুহাম্মাদ মামুন ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মুহাম্মাদ ফয়জুর রহমান, সাধারণ সম্পাদক, তারিক বিন আজিজ, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাফিজ সাজু, প্রশিক্ষণ সম্পাদক ফজলে রাব্বী জনি, দাওয়াহ সম্পাদক মুহাম্মাদ তরিকুল ইসলাম, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক, এম রেজওয়ানুল হক, বিশ্ববিদ্যালয় সম্পাদক আরিফুল ইসলামসহ জেলা ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ। বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে নেতৃবৃন্দ ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং ভারতের নাগপুরসহ বিশ্বের বিভিন্ন স্থানে মুসলিম নিপীড়ন বন্ধের জোরালো দাবি উত্থাপন করেন। একইসঙ্গে বাংলাদেশে ফ্যাসিস্ট সরকার ও তাদের দমননীতি প্রতিহত করার ঘোষণা দেন।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

২০২৬ সালের এইচএসসি ফরম পূরণের সময়সূচি ঘোষণা করল ঢাকা শিক্ষা বোর্ড

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণের তারিখ জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও...

ভূমিকম্পের ঝুঁকিতে নারায়ণগঞ্জ, জনমনে বাড়ছে আতঙ্ক

চলতি মাসের ২১ তারিখে হওয়া আকস্মিক ভূমিকম্পের পর নারায়ণগঞ্জজুড়ে আতঙ্ক বিরাজ কর...

নোয়াখালীতে ৫ চোরাই মোটরসাইকেল উদ্ধার, বিএনপি নেতার ভাইসহ গ্রেপ্তার ৪

নোয়াখালীর কবিরহাটে পৃথক পৃথক অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ৪ সদস্যকে...

চট্টগ্রামে বহুতল ভবন নির্মাণে ভয়াবহ অনিয়ম

ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে থাকা চট্টগ্রামে দ্রুত হারে বহুতল ভবন গড়ে উঠলেও নির্মা...

বাংলাদেশ নৌবাহিনী লেবাননে ইউনিফিল মিশনে

জাতিসংঘের শান্তিরক্ষা মিশন ইউনিফিল-এ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে বাংলাদেশ...

নর্দান ইউনিভার্সিটির নতুন ভাইস চ্যান্সেলর ড. মো. মিজানুর রহমান

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইউবি)-এর নতুন ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব...

চট্টগ্রামে বহুতল ভবন নির্মাণে ভয়াবহ অনিয়ম

ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে থাকা চট্টগ্রামে দ্রুত হারে বহুতল ভবন গড়ে উঠলেও নির্মা...

কুতুবপুরে ইলিয়াস আহমদের গণসংযোগ

নারায়ণগঞ্জ-৪ আসনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইলিয়াস আহমদ বলেছেন,...

বাংলাদেশ নৌবাহিনী লেবাননে ইউনিফিল মিশনে

জাতিসংঘের শান্তিরক্ষা মিশন ইউনিফিল-এ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে বাংলাদেশ...

কু‌ষ্টিয়ায় হত্যার পর মুখ পুড়ে বিকৃত অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

কুষ্টিয়া জেলা,(২৬ নভেম্বর)কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের রামচন্দ্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা