ছবি: নীলফামারী প্রতিনিধি
সারাদেশ

ফিলিস্তিনে গণহত্যা ও নাগপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

নীলফামারী প্রতিনিধি

ফিলিস্তিনে চলমান গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিমদের ওপর নির্যাতনের প্রতিবাদে এবং গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নীলফামারী জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি নীলফামারীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে সমাবেশে মিলিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় (রংপুর বিভাগীয়) সাংগঠনিক সম্পাদক এডভোকেট এম. হাছিবুল ইসলাম। তিনি বলেন, “ফিলিস্তিনে ইসরাইলের বর্বরোচিত গণহত্যা ও ভারতে মুসলমানদের ওপর ধারাবাহিক নিপীড়ন বিশ্ব মানবতার জন্য হুমকিস্বরূপ। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এই অন্যায়ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা। অন্যদিকে, বাংলাদেশেও ফ্যাসিবাদী সরকার গণতন্ত্র ও মানবাধিকারের চরম লঙ্ঘন করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বিরুদ্ধে আপসহীন ভূমিকা রাখবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মাদ আশিকুল ইসলাম। তিনি বলেন, “ফিলিস্তিনে গণহত্যা এবং নাগপুরে মুসলিম নিপীড়নের বিরুদ্ধে বিশ্ববাসীর সোচ্চার হওয়া জরুরি। আমরা এ ধরনের অমানবিক ও গণবিরোধী কার্যক্রমের তীব্র নিন্দা জানাই এবং সকল মুসলিম ও বিবেকবান মানুষের প্রতি আহ্বান জানাই, তারা যেন এ ধরনের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়।”

সভাপতিত্ব করেন মুহাম্মাদ জাকারিয়া হোসেন, সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নীলফামারী জেলা শাখা। সমাবেশে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলা শাখার দপ্তর সম্পাদক, মাওলানা মুহাম্মাদ গোলাম রব্বানী। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, নীলফামারী জেলা শাখার সভাপতি মুহাম্মাদ মামুন ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মুহাম্মাদ ফয়জুর রহমান, সাধারণ সম্পাদক, তারিক বিন আজিজ, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাফিজ সাজু, প্রশিক্ষণ সম্পাদক ফজলে রাব্বী জনি, দাওয়াহ সম্পাদক মুহাম্মাদ তরিকুল ইসলাম, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক, এম রেজওয়ানুল হক, বিশ্ববিদ্যালয় সম্পাদক আরিফুল ইসলামসহ জেলা ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ। বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে নেতৃবৃন্দ ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং ভারতের নাগপুরসহ বিশ্বের বিভিন্ন স্থানে মুসলিম নিপীড়ন বন্ধের জোরালো দাবি উত্থাপন করেন। একইসঙ্গে বাংলাদেশে ফ্যাসিস্ট সরকার ও তাদের দমননীতি প্রতিহত করার ঘোষণা দেন।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

করাইল বস্তিতে অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্তদের পাশে আদনান সাহিল

করাইল বস্তির সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে খাদ্যসহ...

পেট্রলে দগ্ধ আল আমিন ঢাকায় স্থানান্তর

সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য কনটেন্ট তৈরি করে মানুষের গ্রহণযোগ্যতা পেয়েছেন ময়...

বালুভর্তি ট্রাকের রাজত্বে ধুলায় অতিষ্ঠ কমলগঞ্জবাসী

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার–ভৈরবগঞ্জ–মিরতিংগা চাবাগা...

নোয়াখালীতে আনসার ভিডিপি ব্যাংকের কোটি টাকা আত্মসাৎ, ব্যবস্থাপক গ্রেপ্তার

নোয়াখালীর সেনবাগ ও দত্তেরহাট শাখা থেকে ১০ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে আ...

দেশি–বিদেশি ৭৫০ দৌড়বিদের অংশগ্রহণে কমলগঞ্জে ম্যারাথন

মৌলভীবাজারের কমলগঞ্জে দেশি–বিদেশি ৭৫০ দৌড়বিদ নিয়ে অনুষ্ঠিত হলো ‘ছ...

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৮ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১৬ হাজার ৩২ কোটি ৭৭ লাখ টাকা ব...

দেশি-বিদেশি চিকিৎসকদের নিয়ে খালেদা জিয়ার চিকিৎসা চলছে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তার জন্য পাঁচ সদস্যের একটি বিদেশি...

খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন: আহমেদ আযম খান

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা খুব ক্রিটিক্যাল বলে জানিয়েছেন দল...

র্দীঘ ১১মাস ধরে ঘরবন্দী অসহায় এক পরিবার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জমি দখলে নিতে ১১ মাস ধরে একটি পরিবারকে ঘরবন্দী করে রা...

শিক্ষকদের আন্দোলন: লক্ষ্মীপুরে দেড় ঘন্টা পর পরীক্ষা শুরু

দেশব্যাপী চলছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন। লক্ষ্মীপুরেও শিক্ষকরা আ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা