নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, স্থানীয় সরকার নয়, আগে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভাবছে কমিশন। এখন জাতির সামনে সবচেয়ে বড় ফোকাস হচ্ছে সংসদ নির্বাচন।
বুধবার (২২ জানুয়ারি) বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে বরিশাল জেলার নির্বচান কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
নির্বাচন কমিশনার মাছউদ বলেন, ‘প্রধান উপদেষ্টা চলতি বছর ২০২৫ সালের শেষের দিকে অথবা ২০২৬ সালের প্রথম দিকে ভোট হওয়ার ঘোষনা দিয়েছেন। তাই আমরা জাতীয় সংসদ নির্বাচন নিয়েই বেশি ভাবছি।’
এ সময় তিনি জনগণের কাছে সুষ্ঠু ভোট উপহার দিতে তাদের কমিশন প্রতিজ্ঞাবদ্ধ বলেও মন্তব্য করেন ।
ইসি মাছউদ বলেন, ‘আমরা জাতির কাছে ওয়াদাবদ্ধ। এতো দিন ভোট নিয়ে মানুষের মধ্যে যে অনিহা ছিলো, ভোটের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ ছিলো। আমরা সে যায়গা থেকে উত্তরণ ঘটিয়ে একটা সঠিক, সুন্দর ও মানুষের কাছে গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমরা এ লক্ষেই এগিয়ে যাচ্ছি।’
ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে দেশজুড়ে ৩৫ হাজার তথ্য সংগ্রহকারী কাজ করছেন বলে জানান ইসি মাছউদ। তিনি বলেন, ভোটার তালিকা হালনাগাদে যারা তথ্য সংগ্রহ করছেন, তাদের আরো দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।
অনেক ক্ষেত্রে ভোটার তালিকায় ভুল হচ্ছে তাতে মানুষ তাদের সেবা নিতে পারছে না। তাই এই বিষয়ে সকলের সহযোগীতা চেয়েছেন নির্বাচন কমিশনার। এ সময় তিনি ভুয়া ভোটার থাকলে প্রমাণ সাপেক্ষে বাতিল এবং সবাইকে যথাযথ তথ্য দিয়ে সহায়তায় আহ্বান জানান।
আমারবাঙলা/জিজি
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            