আন্তর্জাতিক

সিরিয়ায় গৃহযুদ্ধের মূল হোতা আতেফ নাজিব গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের চাচাতো ভাই এবং দারা শহরের সাবেক নিরাপত্তাবিষয়ক প্রধান আতেফ নাজিবকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। শুক্রবার (৩১ জানুয়ারি) রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এই তথ্য জানিয়েছে।

তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, আতেফের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন উত্তর-পশ্চিম সিরিয়ার লাতাকিয়ার জননিরাপত্তা অধিদপ্তরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফা নেফাতি।

তিনি বলেন, ‘সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল আতেফ নাজিবকে গ্রেপ্তার করা হয়েছে। এটি ছিল জননিরাপত্তা অধিদপ্তর ও সামরিক বাহিনীর যৌধ অভিযান।’

মুস্তাফা নেফাতি আরো জানান, আতেফের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের গুরুতর অভিযোগ রয়েছে। তাকে জবাবদিহিতার আওতায় আনার জন্য এবং ওই এলাকায় নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদার করার জন্য অভিযানটি পরিচালনা করা হয়েছে।

আতেফ নাজিবের যথাযথ বিচারের জন্য এরই মধ্যে তাকে সংশ্লিষ্ট কর্তপক্ষের কাছে তুলে দেওয়া হয়েছে বলেও জানান লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফা নেফাতি।

সিরিয়া টিভিসহ স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, বশার আল আসাদের চাচাতো ভাই ও জাবলেহে শহরে জন্মগ্রহণকারী আতেফ নাজিব অত্যন্ত নিষ্ঠুর শাসক হিসেবে পরিচিত ছিলেন।

অভিযোগ রয়েছে, ২০১১ সালে তিনিই প্রথম নিরীহ বেসামরিক মানুষদের ওপর সহিংসতা চালিয়েছিলেন। এরপরই গৃহযুদ্ধ দানা বাঁধতে শুরু করেছিল সিরিয়ায়।

আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, ২০১১ সালে দারার শিক্ষার্থীরা আতেফ নাজিবের বিরুদ্ধে দেয়ালে স্লোগান লিখেছিল। এই ‘অপরাধের জেরে’ তিনি কয়েকজন শিক্ষার্থীকে তুলি নিয়ে গিয়ে ব্যাপক নির্যাতন করেছিলেন। এতে বিক্ষুব্ধ হয়ে ওঠে সাধারণ মানুষ এবং রাস্তায় নেমে আসে। এভাবে গৃহযুদ্ধের সূত্রপাত হয় সিরিয়ায়।

আতেফ নাজিব সামরিক একাডেমি থেকে স্নাতক ডিগ্রি অর্জনের পর গোয়েন্দা পরিষেবায় যোগ দিয়েছিলেন। এরপর তিনি দারায় রাজনৈতিক নিরাপত্তা শাখার প্রধান পদে অধিষ্ঠিত হন।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমিতে ‘অ্যাডোলেন্স’-এর জয়জয়াকার

বাংলাদেশ সময় সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে ঘোষণা করা হলো ৭৭তম এমি অ্যাওয়ার্ডস।...

লন্ডনে বাংলাদেশি মাকে ‘বর্ণবাদী’ মন্তব্য, ছেলের ওপর হামলা

লন্ডনে হামলার শিকার হয়েছেন এক বাংলাদেশি তরুণ। তরুণের ভাষ্য, তাঁর হিজাব পরা মা...

রাকসু নির্বাচনে কার কী প্যানেল

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসু নির্বাচনের এ পর্যন্ত নয়টি প্...

হাত না মেলানো : ভারতের ব্যাখ্যা, পাকিস্তানের প্রতিবাদ

আগা সালমান-শাহিন আফ্রিদিরা হয়তো সেটা ভেবেই মাঠে দাঁড়িয়ে ছিলেন। অপেক্ষায় ছিলেন...

বিপৎসীমা ছাড়িয়ে গেছে তিস্তার পানি

টানা কয়েক দিনের ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তার পানি আব...

গাজায় গণহত্যা চালিয়েছে ইসরায়েল: জাতিসংঘের তদন্ত কমিশন

গাজার ফিলিস্তিনিদের বিরুদ্ধে জাতিগত নিধন চালাচ্ছে ইসরায়েল। জাতিসংঘের একটি স্...

ডেঙ্গু রোগীদের চিকিৎসায় স্বাস্থ্য অধিদপ্তরের নতুন নির্দেশনা

ডেঙ্গু রোগীদের চিকিৎসা আরও সুশৃঙ্খল করতে সরকারি হাসপাতালগুলোকে নতুন নির্দেশনা...

ক্রীড়া পরিদপ্তরে দুদকের অভিযান

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি প...

এক লাফে ট্যারিফ বাড়ল গড়ে ৪০ শতাংশ

বন্দর ব্যবহারকারীদের আপত্তি উপেক্ষা করেই নতুন ট্যারিফের প্রজ্ঞাপন জারি করা হয়...

বগুড়ায় মা ও ছেলেকে কুপিয়ে হত্যা

বগুড়ার শিবগঞ্জে এক নারী ও তার কলেজপড়ুয়া ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা