অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতা না দেখে বরং তাদের উদ্দেশ্য সঠিক কি না, সেটা দেখা দরকার বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২৩ জুলাই) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে নৃ গোষ্ঠীর প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এ সরকারে অভিজ্ঞ লোক খুব কম, তাই তাদের দুর্বলতা বড় করে না দেখে উদ্দেশ্য সঠিক কি না তা দেখা দরকার। কিছু মানুষ পরিকল্পিতভাবে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে নির্বাচন পেছানোর চেষ্টা করছে, কিন্ত তা সফল হবে না।’
প্রধান উপদেষ্টার সঙ্গে গত মঙ্গলবারের বৈঠক নিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে নির্বাচন প্রক্রিয়া দ্রুত করার তাগিদ দিয়েছে বিএনপি। দেশে যখনই সংকট তৈরি হয় তখনই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে অন্তর্বর্তী সরকার, সেই ধারাবাহিকতাই গতকালের বৈঠকে যোগ দেয় বিএনপি।’
মির্জা ফখরুল বলেন, ‘রাজনীতি গণতন্ত্রে ভিন্নমত থাকবেই, সেই ভিন্ন মতকে দমন করা যাবে না। তাদেরও মতামত শুনতে হবে, এটিই গণতন্ত্রের সৌন্দর্য।’
আমারবাঙলা/জিজি
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            