নিজস্ব প্রতিবেদক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বিদেশিরাও সন্ত্রাসীদের পছন্দ করে না। যারা ভোটে বিশ্বাস করে না, তারাই নির্বাচন বানচালে ব্যস্ত। সন্ত্রাসীদের কোথাও জায়গা নেই।
রোববার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় নগরীর জিন্দাবাজার এলাকায় লিফলেট বিতরণকালে এ কথা বলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী জানান, আপনার সরকারকে অপছন্দ হলে জনগণের সমর্থন নিয়ে পরিবর্তন করবেন। কিন্তু জ্বালাও পোড়াও করে, নিরীহ মানুষ মেরে সরকার পরিবর্তন কখনো হবে না এবং জনগণও মেনে নেবে না।
গত বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেন ড. এ কে আব্দুল মোমেন। ওই সময় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ড. এ কে আব্দুল মোমেন ছাড়াও সিলেট-১ আসনে আরও ৪ জন প্রার্থী রয়েছেন। তারা হলেন- বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ সোহেল আহমদ চৌধুরী, ইসলামী ঐক্যজোটের ফয়জুল হক, ন্যাশনাল পিপলস পার্টির ইউসুফ আহমদ ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী আবদুল বাছিত।
প্রসঙ্গত, সিলেট-১ আসনে মোট ভোটার সংখ্যা ৬ লাখ ৩৪ হাজার ২১ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ৩০ হাজার ৮৩৩ জন, নারী ভোটার ৩ লাখ ৩ হাজার ১৮১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৭ জন।
এবি/এইচএন
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            