হিমেল হাওয়া, কনকনে শীত আর শৈত্যপ্রবাহ উপেক্ষা করে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় শেষ মুহূর্তের আমন ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। মাঠজুড়ে সোনালি ফসলের সমারোহে যেন প্রাণ ফিরে পেয়েছে গ্রামবাংলা। চলতি মৌসুমে বিঘাপ্রতি ৩ থেকে ৫ মণ ধান বেশি ফলন হওয়ায় কৃষক পরিবারগুলোতে বইছে আনন্দের জোয়ার।
সরেজমিনে দেখা যায়, উপকূলীয় এই উপজেলার ১৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রত্যন্ত গ্রামগুলোতে আমন ধান কাটার শেষ ধাপ চলছে। গত দুই সপ্তাহ ধরে তীব্র শৈত্যপ্রবাহে সাধারণ মানুষ ঘর থেকে বের হতে কষ্ট পেলেও কৃষকরা নতুন উদ্যমে মাঠে নেমেছেন। ইতোমধ্যে অনেক কৃষক প্রায় ৮০ শতাংশ ধান কেটে ঘরে তুলে মাড়াইয়ের কাজ শেষ করেছেন।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, এ বছর স্থানীয় জাতের মোটা আমন ধানে বিঘাপ্রতি গড়ে ১০ থেকে ১৪ মণ ফলন মিলেছে। যেখানে গত বছর একই জমিতে সর্বোচ্চ ৭ থেকে ৮ মণ ধান পাওয়া গিয়েছিল। কোনো কোনো জমিতে বিঘাপ্রতি ১৬ থেকে ১৭ মণ পর্যন্ত ফলন হয়েছে, যা গত ৪-৫ বছরের মধ্যে বিরল বলে জানান তারা।
বাজারে প্রতি মণ ধান কৃষকরা গড়ে ১ হাজার ২০ টাকা দরে বিক্রি করছেন। যদিও গত বছর এই সময়ে ধানের দাম ছিল প্রায় ১ হাজার ৩০০ টাকা, তবুও ফলন বৃদ্ধি পাওয়ায় দামের ঘাটতি অনেকটাই পুষিয়ে নিতে পেরেছেন কৃষকরা।
খাউলিয়া ইউনিয়নের পূর্ব চিপা বারইখালী গ্রামের কৃষক মিজান আকন জানান, তিনি ৭ বিঘা জমির মধ্যে ৫ বিঘার ধান কেটে ইতোমধ্যে ১১০ মণ ধান ঘরে তুলেছেন। আরও প্রায় ৪০ মণ ধান পাওয়ার আশা করছেন। অথচ গত বছর একই জমিতে তার উৎপাদন ছিল মাত্র ৬০ থেকে ৬৫ মণ।
একই গ্রামের কৃষক খলিল হাওলাদার, ওমর ফারুক, জাকির আকন এবং চালিতাবুনিয়া গ্রামের কৃষক আব্দুল্লাহ মল্লিক বলেন,“এ বছর আমন ধানের ফলন সত্যিই ভালো হয়েছে। গড়ে বিঘায় ৪-৫ মণ ধান বেশি পেয়েছি। এমন ফলন বহু বছরেও দেখা যায়নি।”
গ্রামগুলোর প্রায় প্রতিটি বাড়ির উঠানেই এখন ধান মাড়াইয়ের দৃশ্য চোখে পড়ছে, যা গ্রামীণ অর্থনীতির চাঙ্গা হওয়ার স্পষ্ট চিত্র তুলে ধরছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে মোরেলগঞ্জ উপজেলায় দেশি ও উচ্চ ফলনশীল (উফসি) আমন ধান আবাদ হয়েছে মোট ২৫ হাজার ৩৭০ হেক্টর জমিতে। এর মধ্যে স্থানীয় জাতের ধান ১৮ হাজার ৭২০ হেক্টর এবং উফসি ধান ৬ হাজার ৬৫০ হেক্টর জমিতে চাষ হয়েছে। মোট উৎপাদন হয়েছে প্রায় ৫৩ হাজার ৭২০ মেট্রিক টন ধান।
গত বছর উপজেলায় ২৬ হাজার ৪১৪ হেক্টর জমিতে আমন আবাদ করে উৎপাদন হয়েছিল ৫৩ হাজার ৯২৯ মেট্রিক টন। এ বছর প্রায় ১০০ হেক্টর জমিতে আবাদ কম হয়েছে। মৎস্য ঘের বৃদ্ধি, ফসলি জমি ভরাট করে বসতবাড়ি নির্মাণ এবং অতিবৃষ্টির কারণে জলাবদ্ধতাকে এর প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন কৃষি কর্মকর্তারা। তবে জমি কমলেও ফলন বৃদ্ধির ফলে উৎপাদনের ঘাটতি পুষিয়ে গেছে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সাইফুল ইসলাম বলেন,“ইতোমধ্যে প্রায় ৮০ শতাংশ আমন ধান কর্তন সম্পন্ন হয়েছে। বাকি ২০ শতাংশ আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যেই কাটা শেষ হবে। এ বছর আবহাওয়া আমনের জন্য অনুকূলে ছিল। অতিবৃষ্টির কারণে লবণাক্ততা কমেছে, কৃষকেরা সুষম সার ব্যবহার ও আধুনিক কৃষি প্রযুক্তি অনুসরণ করায় ফলন উল্লেখযোগ্যভাবে বেড়েছে।”
সব মিলিয়ে শীতের কনকনে বাতাস আর কুয়াশার চাদর ভেদ করে মোরেলগঞ্জের মাঠে মাঠে এখন পরিশ্রমের ঘামে সাফল্যের হাসি-যা কৃষক পরিবারের দীর্ঘদিনের অপেক্ষার বাস্তব প্রতিফলন।
আমারবাঙলা/এসএ