এ বছর শিল্পী বিপাশা গুহঠাকুরতা স্মৃতি পুরস্কার পাচ্ছেন ড. পরিতোষ মণ্ডল। আগামী ২৯ এপ্রিল বিপাশা গুহঠাকুরতার তৃতীয় মৃত্যুবার্ষিকীতে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার তুলে দেওয়া হবে ড. পরিতোষ মণ্ডলের হাতে।
ড. পরিতোষ মণ্ডল একাধারে শিল্পী, বিশ্ববিদ্যালয় শিক্ষক এবং স্বরলিপিকার।
শিল্পী বিপাশা গুহঠাকুরতা নজরুল-সঙ্গীতের একজন বিদগ্ধ শিল্পী ও সংগঠক ছিলেন। তার হাতে গড়া সংগঠন প্রসঙ্গ নজরুল-সঙ্গীত (প্রনস) সারা বিশ্বের বাঙালি কমিউনিটিতে সুপরিচিত।
প্রনসের পক্ষ থেকে ২০২৪ থেকে শিল্পী বিপাশা গুহঠাকুরতা স্মৃতি পুরস্কার প্রবর্তন করা হয়েছে। শিল্পীর প্রতি সম্মান জানিয়ে এবং তার স্মৃতিকে অমলিন রাখার উদ্দেশ্যে এই পুরস্কার প্রবর্তন করা হয়। ওই বছর প্রথমবার পুরস্কারটি পেয়েছিলেন শিল্পী মিরাজুল জান্নাত সোনিয়া। তিনিও একজন গুণী। নজরুল সঙ্গীতের পাশাপাশি উচ্চাঙ্গ সঙ্গীতে নিয়মিত সাধনা চালিয়ে যাচ্ছেন সোনিয়া। তিনি বেঙ্গল পরম্পরার পণ্ডিত উল্লাস কসলকরের একজন প্রিয় শিষ্য।
আমারবাঙলা/এমআরইউ
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            