সংগৃহীত
অপরাধ

শার্শায় নারী খুন, প্রাক্তন স্বামী আটক

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় সোনাভান (৪২) নামের স্বামী পরিত্যাক্তা এক নারী খুন হয়েছেন। নিহত সোনাভান ওই গ্রামের মৃত মফিজ উদ্দীনের মেয়ে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাত ৯ টার দিকে উপজেলার আমলাই গ্রামের নিজ বাড়িতে তিনি খুন হন। রাতেই শার্শা থানা পুলিশ তার রক্তমাখা লাশ উদ্ধার করে। এ সময় তার পাশে পড়ে থাকা একটি মেহগনির ডাল পুলিশ আলামত হিসেবে জব্দ করে।

পুলিশের ধারণা, লাঠির আঘাতে সোনাভানকে হত্যা করা হতে পারে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ সোনাভানের প্রাক্তন স্বামীকে হেফাজতে নিয়েছে। নিহত নারী সুদে টাকা লগ্নি করতেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, স্বামী পরিত্যাক্তা সোনাভান আমলাই গ্রামে মাঠের ধারে নিজ বাড়িতে বাক প্রতিবন্ধী ছেলেকে নিয়ে বসবাস করতেন। ঘটনার দিন রাতে তিনি বাড়ির আঙ্গিনায় বসে বটিতে মাছ কাটছিলেন।

এ সময় কেউ পেছন দিক থেকে লাঠি দিয়ে তার মাথায় সজোরে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় বাকপ্রতিবন্ধী ছেলের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে ঘাতক পালিয়ে যায়।

পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে রাতেই ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তার প্রাক্তন স্বামী আব্দুর রশিদকে পুলিশ হেফাজতে নেয়া হয়।

হত্যার কারণ এখনো জানতে পারেনি পুলিশ। স্থানীয়দের ধারণা, পরকীয়া ও টাকা লেনদেনের বিষয়ে কেউ তাকে হত্যা করতে পারে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসাপাতালের মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তার প্রাক্তন স্বামীকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

পারিবারিকভাবে এখনো কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগের পর তদন্ত করে প্রকৃত খুনিকে খুঁজে বের করা হবে। তবে পুলিশ তার কার্যক্রম অব্যাহত রেখেছে বলে তিনি সংবাদকর্মীদের জানান।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রসুন ক্ষেতে মুরগি যাওয়াকে কেন্দ্র করে কুষ্টিয়ায় চাচাতো ভাইয়ের হাতে খুন

কুষ্টিয়ায় রসুন ক্ষেতে মুরগি ঢোকাকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে হাফিজুল...

নরসিংদীর মনোহরদীতে জুয়া খেলার অভিযোগে চারজন আটক 

জে,এম, শাহজাহান মোল্লা, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি: মনোহরদী উপজেলার কাচিকাট...

কুষ্টিয়ায় ৮১ কিলোমিটার এলাকায় বিজিবির তৎপরতা

সাম্প্রতিক ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ঠে...

একই স্থানে সূর্যোদয়–সূর্যাস্ত দেখার অপার সৌন্দর্যের দ্বীপ রাঙ্গাবালী

পটুয়াখালীর সমুদ্রবেষ্টিত দ্বীপ উপজেলা রাঙ্গাবালী যেন লুকিয়ে থাকা এক টুকরো স...

শহীদ বুদ্ধিজীবীদের প্রকৃত সংখ্যা আজও নির্ধারণ হয়নি: মিজানুর রহমান

পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের বুদ্ধিবৃত্তিক ভিত্তিকে ধ্বংস করেছে উল্লেখ কর...

মহান বিজয় দিবসে কোস্ট গার্ডের দুটি জাহাজ জনসাধারণের জন্য উন্মুক্ত

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের অধীন দুটি জাহাজ জনসাধ...

যথাযোগ্য মর্যাদায় নৌ অঞ্চলসমূহে বিজয় দিবস উদ্‌যাপন

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশ নৌবাহিনীর সব নৌ অঞ্চলে ম...

বান্দরবানে জেলা পরিষদের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্...

ধোবাউড়ায় জামায়াতে ইসলামীর বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার(১৬ ডিসেম্বর )বিকাল ২টায় ধোবাউড়া মোহাম্মদিয...

মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা দিল কক্সবাজার জেলা প্রশাসন

মহান বিজয় দিবস উপলক্ষ্যে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও...

লাইফস্টাইল
বিনোদন
খেলা