স্বাস্থ্য

শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইনের দাবিতে নারী দিবসে তরুণদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাসের দাবি জানিয়েছে তরুণ সমাজ। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৮ মার্চ সকাল ৯টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে নারী মৈত্রীর উদ্যোগে পরোক্ষ ধুমপানের ক্ষতি থেকে নারী, শিশু ও তরুণদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার দাবীতে মানববন্ধন কর্মসূচির মধ্য দিয়ে এই দাবি জানান তারা।

উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করেন তামাক বিরোধী তরুণ ফোরাম, মায়েদের ফোরাম, শিক্ষক ফোরাম, গার্লস গাইড রেঞ্জার এবং রেড ক্রিসেন্ট এর সদস্যসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা।

এ সময় বক্তারা বলেন, তামাকের ক্ষতিকর প্রভাব প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে নারীদের স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে এবং নতুন প্রজন্মকে আসক্ত করছে। তাই তামাকের ক্ষতির প্রভাব থেকে জনস্বাস্থ্য রক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা জরুরি।

তামাকবিরোধী ইয়ুথ ফোরামের আহ্বায়ক আশরাফিয়া জান্নাত বলেন, বাংলাদেশে প্রতিদিন ৪৪২ জন তামাকজনিত কারণে প্রাণ হারান। এই মৃত্যু প্রতিরোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল (এফসিটিসি) অনুযায়ী স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক প্রস্তাবিত তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী দ্রুত পাস ও কার্যকর করা জরুরি। প্রস্তাবিত সংশোধনীগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—

১. সকল পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে ধূমপানের জন্য নির্ধারিত স্থান বিলুপ্ত করা – যাতে অধূমপায়ীদের সুরক্ষা নিশ্চিত হয়।
২. বিক্রয়স্থলে তামাকজাত পণ্য প্রদর্শন নিষিদ্ধ করা
৩. বিড়ি-সিগারেটের খুচরা শলাকা, মোড়কবিহীন এবং খোলা ধোঁয়াবিহীন তামাকজাত দ্রব্য বিক্রি নিষিদ্ধ করা
৪. তামাক কোম্পানির কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা বা সিএসআর কার্যক্রম সম্পূর্ন নিষিদ্ধ করা
৫. তামাকজাত দ্রব্যের প্যাকেট/কৌটায় সচিত্র স্বাস্থ্য সতর্কবার্তার আকার ৫০ থেকে বাড়িয়ে ৯০ শতাংশ করা
৬. এবং ই-সিগারেটসহ সকল ইমার্জিং তামাকজাত দ্রব্য থেকে কিশোর-তরুণদের সুরক্ষিত রাখা

ইয়ুথ এডভোকেট যারীন তাসফিয়া বলেন, ‘তামাকের বিষাক্ত ধোঁয়া আমাদের স্বাস্থ্য ঝুঁকির মুখে ফেলছে। বিশেষ করে গর্ভবতী নারী ও শিশুদের জন্য পরোক্ষ ধূমপান মারাত্মক ক্ষতিকর, যা গর্ভপাত, নবজাতকের কম ওজন নিয়ে জন্ম এবং শ্বাসকষ্টজনিত রোগের কারণ হতে পারে। তাই নারীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে এবং ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাস ও কার্যকর করার জোরালো দাবি জানাচ্ছি।’

নারী মৈত্রীর প্রকল্প সমন্বয়ক নাসরিন আক্তার বলেন, তামাক কোম্পানিগুলো তরুণদের বিভ্রান্ত করতে মিথ্যা প্রচার চালাচ্ছে যে,প্রস্তাবিত তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী পাস হলে সরকার বিপুল পরিমাণে রাজস্ব হারাবে। তবে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। ২০০৫ সালে তামাক নিয়ন্ত্রণ আইন প্রণয়ন ও ২০১৩ সালে সংশোধনের পর গত ১৮ বছরে সরকারের রাজস্ব আয় বেড়েছে সাড়ে ১২ গুণ। একই সঙ্গে ২০০৯ থেকে ২০১৭ সালের মধ্যে তামাক ব্যবহার ১৮% হ্রাস পেয়েছে।

তারা আরো বিভ্রান্তিকর তথ্য ছড়ায় প্রস্তাবিত তামাক নিয়ন্ত্রণ আইন পাস হলে তামাক খাতে জড়িত ১৫ লাখ খুচরা বিক্রেতা তাদের কর্মসংস্থান হারাবে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) পাইকারি ও খুচরা ব্যবসায় জরিপ ২০২১ অনুযায়ী, দেশে মোট খুচরা ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা ১৫ লাখ ৩৯ হাজার, যার মধ্যে খাদ্য, পানীয় ও তামাকপণ্য বিক্রি করে এমন দোকানের সংখ্যা মাত্র ১ লাখ ৯৬ হাজার ৩৪১টি। তাছাড়া, এসব দোকানে সাধারণত অন্যান্য পণ্যের সঙ্গেই তামাকপণ্য বিক্রি হয়, তাই তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাস হলে তাদের কর্মসংস্থানে উল্ল্যেখযোগ্য কোন প্রভাব পড়বে না। তামাক কোম্পানির এসব মিথ্যাচার তরুণদের বিভ্রান্ত করছে এবং তারা যেন এই অপপ্রচারে প্রভাবিত না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীতে ৩ বাসে অগ্নিসংযোগ, হাতবোমা বিস্ফোরণ

রাজধানীর হাজারীবাগ, দক্ষিণ কেরানীগঞ্জ ও সাভারে তিনটি বাসে অগ্নিসংযোগ এবং ঢাকা...

বিষমিশ্রিত দানায় ৩৩৫ হাঁসের মৃত্যু, খামারির মাথায় হাত

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বিষমিশ্রিত ধান খেয়ে এক খামারির ৩৩৫টি হাঁস মারা গেছে...

মৌলভীবাজার পৌর বিএনপির দায়িত্বে কামাল

মৌলভীবাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার আহমেদ দেশের বাইরে থাকায় তাঁর অনু...

গাজীপুরে গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা হামলা

গাজীপুরের শ্রীপুরে গভীর রাতে মাওনা ইউনিয়নের বারতোবা বাজারে গ্রামীণ ব্যাংকের...

তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নদীভাঙন কবলিত নোয়াখালী হবে সিঙ্গাপুর: ফখরুল ইসলাম

নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ–কবিরহাট) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী জেলা...

বেকি লেক পর্যটকদের হাতছানি দিয়ে ডাকছে

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের পাথারিয়া চা বাগানে অবস্থিত...

হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে টিএসসিতে উল্লাস

বাংলাদেশে গত বছরের জুলাই-অগাস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘঠিত মানবতাবিরোধী অপরাধ...

চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনের কারাদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দোষ স্...

ধ্বংসের দ্বারপ্রান্তে ইতিহাস-ঐতিহ্যের বেদনাবহ ধ্বংসস্মৃতি নীলকুঠি

এস. এম. সাইফুল ইসলাম কবির, মোরেলগঞ্জ (বাগেরহাট) থেকে:বাগেরহাটের মোরেলগঞ্জে গড়...

শেখ হাসিনা ও আসাদুজ্জামানের মৃত্যুদণ্ড

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে করা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা