লক্ষ্মীপুর সদর উপজেলার পালের হাট এলাকায় অভিযান চালিয়ে একনলা বন্দুক, ইয়াবা ও মাদকসহ এ.কে.এম ফরিদ উদ্দিন নামের এক যুবদল নেতাকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার (১১ আগস্ট) রাত ১টার দিকে এ অভিযান চালানো হয়।
আটক ফরিদ উদ্দিন জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও দক্ষিণ হামছাদী ইউনিয়নের বাসিন্দা।
সেনাবাহিনীর জেলা ক্যাম্পের অধিনায়ক ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। ফরিদের বাড়ি থেকে একটি একনলা বন্দুক, দেশি মদ, ইয়াবা, নগদ টাকা ও জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
পরে একই ইউনিয়নের নাঈম নামের এক ব্যক্তির বাড়িতে আরও একটি অভিযান চালানো হয়। সেখান থেকেও ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করা হয়েছে।
অভিযান শেষে আটক দুজনকে স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান সেনা কর্মকর্তারা।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, নিয়মিত এ ধরনের অভিযান চালানো হলে মাদক ও অবৈধ অস্ত্র ব্যবহার অনেকটাই নিয়ন্ত্রণে আসবে।
আমারবাঙলা/এফএইচ
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            