সংগৃহীত
খেলা

রিয়ালকে বিধ্বস্ত করে চ্যাম্পিয়ন বার্সেলোনা

ক্রীড়া ডেস্ক

সুপার কাপের এল ক্লাসিকোয় সুবাস ছড়িয়ে বার্সেলোনাকে শিরোপা জেতালেন লামিনে ইয়ামাল-রাফিনিয়ারা। সৌদি আরবের মাঠে শ্রেষ্ঠত্বের মঞ্চে ৫-২ ব্যবধানে প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদকে বিধ্বস্ত করেছে বার্সা। এতে নিজেদের রেকর্ডটা আরো সমৃদ্ধ করেছে বার্সেলোনা।

আগেই সর্বোচ্চ ১৪ বারের চ্যাম্পিয়ন বার্সা এবার নামের পাশে ১৫ সংখ্যা বসাল। বার্সার রেকর্ড বাড়ানোর শিরোপা কোচ হ্যান্সি ফ্লিকের অধীনে প্রথম।

সোমবার (১৩ জানুয়ারি) কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে শুরুতেই দুই দল আক্রমণের পসরা সাজাল। শুরুটা করেছিল বার্সেলোনা।

কিন্তু ফল ভোগ করে রিয়াল মাদ্রিদ। নির্দিষ্ট করে বললে কিলিয়ান এমবাপ্পে। বল নিয়ে যেভাবে নিজের ট্রেডমার্ক দৌড়ে প্রতিপক্ষের খেলোয়াড়দের বোকা বানিয়ে বল জালে জড়াতে অভ্যস্ত তিনি, আজ ঠিক তেমনটাই দেখা গেছে। পঞ্চম মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের কাছ থেকে মাঝ মাঠে বল পেয়ে শুরু করলেন তার দৌড়।

প্রতিপক্ষের ডিফেন্ডার বালদেকে দুই পায়ের কারিকুরিতে কিছুটা পরাস্ত করে বার্সেলোনার ডি বক্সে প্রবেশ করে ডান পায়ে শেষে গোলরক্ষক ভয়েচেক সিঝনিকে করলেন পরাস্ত।

অথচ, কাউন্টার অ্যাটাকে পাওয়া এমবাপ্পের গোলের আগে দ্বিতীয় মিনিটেই গোল পাওয়ার কথা ছিল লামিনে ইয়ামালের। তবে বক্সের বাইরে থেকে নেওয়া তার শট প্রতিহত করে দেন থিবো কোর্তয়া। এর দুই মিনিট পর রিয়ালকে আরেকবার বাঁচান বেলজিয়ামের সাবেক গোলরক্ষক। রাফিনিয়ার হেডকে জালে জড়াতে না দিয়ে। তার এমন বীরত্বের পরেই এমবাপ্পের জাদুকরী গোল।

তবে এরপরের গল্পটা শুধুই বার্সেলোনার। পিছিয়ে পড়া বার্সা নিজেদের খেলা গুছিয়ে নিয়ে সমতায় ফেরার চেষ্টা করে। তার ফল তারা পায় ম্যাচের ২২ মিনিটে। ১৭ বছর বয়সী লামিনে কি দুর্দান্ত গোলটাই না করলেন। শান্ত মাথায় বাঁ পায়ে পথ দেখিয়ে দিলেন বলকে। সমতায় ফেরা বার্সা চার্ম পেয়ে রিয়ালের বুকে পরে ছুরি চালিয়ে দেয়।

প্রথমার্ধে ৭৮ শতাংশ বল পজিশনই শুধু রাখেনি বার্সেলোনা, তিন মিনিটের মাথায় দুই গোল দিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। ৩৬ মিনিটে গাভীকে এদুয়ার্দো কামাভিঙ্গা বক্সের মধ্যে ফাউল করলে পেনাল্টি পায় বার্সা। ১১ গজ দূরত্ব থেকে গোল করতে ভুল করেননি রবার্ট লেভানডফস্কি। ২ মিনিট পরে রাফিনিয়া হেডে ব্যবধান ৩-১ করেন। তার গোলের চেয়ে অবশ্য লম্বা থ্রু বলটা ছিল দেখার মতো। ডান দিকের প্রায় মাঝমাঠ থেকে মাপা এক লম্বা বল বাড়ান জুলেস কুন্দে, তাতে শুধু মাথাটা ছুঁয়ে দেন ব্রাজিলিয়ান তারকা।

৯ মিনিটের যোগ করা সময়ে আরেকটি গোল করে রিয়ালকে বলা যায় ম্যাচ থেকেই ছিটকে দেয় বার্সেলোনা। যোগ করা সময়ের একদম শেষ মুহূর্তে গোল করেন ডিফেন্ডার বালদে। বিরতি শেষে ৪-১ ব্যবধানটা কমানোর বিপরীতে আরেকটি গোল হজম করে রিয়াল। ৪৮ মিনিটে মার্ক কাসাদোর পাস ধরে অ্যান্তোনিও রুডিগার ও অঁরিলিয়ে চুয়ামেনিকে পরাস্ত করে নিজের দ্বিতীয় গোল করেন রাফিনিয়া।

ফিরতি মিনিটেই অবশ্য ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল রিয়াল। তবে ৪৯ মিনিটে রদ্রিগোর নেওয়া শট জালে জড়ায়নি। বাধা হয়ে দাঁড়ায় পোস্ট। বাঁ পোস্টে গেলে চলে যায় গোল লাইনের বাইরে। ৫-১ ব্যবধানে পিছিয়ে থাকা রিয়ালের ম্যাচে ফেরাটা যেন তখনই শেষ হয়ে যায়।

তবে ম্যাচে ফেরার দারুণ এক মঞ্চ পেয়েছিল রিয়াল। ৫৬ মিনিটে যখন বক্সের বাইরে এসে এমবাপ্পেকে ফাউল করেন বার্সেলোনার গোলরক্ষক সিজনি। শুরুতে অবশ্য ফরাসি তারকাই ফাউল করেছে বলে হলুদ কার্ড দেখান রেফারি গিল মানজানো। এর প্রতিবাদ করলে ভিনিও হলুদ কার্ড দেখেন। তবে ভিএআরে সেই সিদ্ধান্ত বাতিল হয়ে যায়। এমবাপ্পে-ভিনির হলুদ কার্ড বাতিল করে রেফারি সিজনিকে লাল কার্ড দেখান। ওই ফাউলের ফ্রি কিক থেকে দারুণ এক শটে ব্যবধান ৫-২ করেন রদ্রিগো।

বাকি ৩৪ মিনিটসহ যোগ করা সময়ে ১০ জনের বার্সেলোনাকে পেয়ে বসার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি রিয়াল। গোলশোধ দিতে মরিয়া হয়ে ওঠা কার্লো আনচেলত্তির দল ৯০ মিনিটে একটা সুযোগ পেয়েছিল। এমবাপ্পের দারুণ ব্যাকহিলে অবশ্য যথাসময়ে বলকে সঠিক পথ দেখাতে পারেননি জুড বেলিংহাম। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে নিজের দ্বিতীয় গোল পেয়েই যাচ্ছিলেন এমবাপ্পে। কিন্তু তার শটে বাধা হয়ে দাঁড়ান বদলি গোলরক্ষক ইনাকি পিনা। কর্নারের বিনিময়ে দলকে রক্ষা করেন। তার বীরত্বের পরেই রেফারি শেষ বাঁশি বাজিয়ে দেন। এতে করে টানা দ্বিতীয় ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা। সর্বশেষ এল ক্লাসিকোয় সান্তিয়াগো বার্নাব্যুতেই রিয়ালকে ৪-০ ব্যবধানে বিধ্বস্ত করেছিল বার্সা।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সুশীলা কারকির উত্থান যেভাবে

নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি সুশীলা কারকি দেশটির অন্তর্বর্তী সরকারের প্...

১২ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১২ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি নিম্নমাধ্যমিক ও মাধ্য...

রাস্তা অবরোধ করার অধিকার কারো নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

ফরিদপুরের সংসদীয় আসনের সীমানা নির্ধারণ ইস্যুকে কেন্দ্র করে রাস্তা অবরোধের ঘট...

আয়ের দিক দিয়ে ফের মেসিকে ছাড়িয়ে শীর্ষে রোনালদো

রেকর্ডের দৌড়ে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির হাড্ডাহাড্ডি লড়াই চলে। কিন্...

সাবালেঙ্কার সাফল্যের রহস্য

সদ্য ইউএস ওপেন নারী এককের শিরোপাজয়ী বেলারুশের টেনিসকন্যা আরিনা সাবালেঙ্কা নিজ...

লন্ডনে বাংলাদেশি মাকে ‘বর্ণবাদী’ মন্তব্য, ছেলের ওপর হামলা

লন্ডনে হামলার শিকার হয়েছেন এক বাংলাদেশি তরুণ। তরুণের ভাষ্য, তাঁর হিজাব পরা মা...

জমির বিরোধে খুন, দুর্ঘটনায় মৃত্যু, তবু তাঁরা জুলাই শহীদ 

রাজধানীর ওয়ারীতে গত বছরের ১৪ আগস্ট কুপিয়ে হত্যা করা হয় বিএনপি নেতা মো. আল-আমি...

হাত না মেলানো : ভারতের ব্যাখ্যা, পাকিস্তানের প্রতিবাদ

আগা সালমান-শাহিন আফ্রিদিরা হয়তো সেটা ভেবেই মাঠে দাঁড়িয়ে ছিলেন। অপেক্ষায় ছিলেন...

নুরাল পাগলা দরবারে হামলা, গোয়ালন্দে ওসির পর ইউএনওর বদলি

রাজবাড়ীর গোয়ালন্দে নুর‌াল পাগ‌লার দরবার ও বাড়িতে হামলা ও মরদেহে আগু...

বিশ্বের নতুন দ্রুততম মানবী জেফারসন–উডেন

নতুন দ্রুততম মানবী পেল বিশ্ব। টোকিওতে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে মেয়েদে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা