চট্টগ্রামের শ্যামলী বাসের সংঘর্ষে একজন মোটরসাইকেল আরোহী মৃত্যুর ঘটনা ঘটেছে।
গতকাল (৬ জানুয়ারী)রাঙ্গুনিয়া উপজেলায় কাটাখালী আউসাফ কমিউনিটি ক্লাবের সামনে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির শ্যামলী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী নিহত হয়।
পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে। তবে দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
এ মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও শোকের সৃষ্টি হয়েছে।
আমারবাঙলা/এনইউআ