সংগৃহীত
বিনোদন

মমতা কুলকার্নির সন্নাস জীবন

বিনোদন ডেস্ক

ভারতের হিন্দি সিনেমার নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী মমতা কুলকার্নি। মহা আড়ম্বরে সন্ন্যাস জীবন বেছে নিয়েছেন তিনি। পরে বলেছেন, লাইট-ক্যামেরা-অ্যাকশনের জীবনে ফেরার কথা কল্পনাতীত একটি বিষয়।

ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে মমতা বলেন, আধ্যাত্মিকতা এমন একটি বিষয় যা কেবল ভাগ্যের জোরে অর্জন করা যায়। দীর্ঘ সাধনার জেরে সেটি আমি পেয়েছি। তাই সিনেমায় ফেরার কথা ভাবতেই পারি না। আমার পক্ষে কাজটি করা অসম্ভব।

রুদ্রাক্ষের মালা পরে, কপালে তিলক কেটে এবং গায়ে গেরুয়া বসন জড়িয়ে কিছুদিন আগে রীতি মেনে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভমেলায় সন্ন্যাস নিয়েছেন মমতা। পিণ্ডদানের রীতিও পালন করেছেন তিনি।

সন্ন্যাস নেওয়ার পর মমতা বলেছিলেন, এই কাজটি তিনি করেছেন তার গুরুর আদেশ মেনে, ‘মহাদেব মহাকালীর আদেশ ছিল। এটি ছিল আমার গুরুর আদেশ। গৌতম বুদ্ধের মতো, জীবনের সবকিছু দেখার পরই আমি এই পরিবর্তনের সিদ্ধান্ত নিই।’

সন্ন্যাস নিয়ে মমতা নাম বদলে হয়েছেন ‘মা মমতা নন্দ গিরি’। সাধক জীবন যাপনের জন্য কিন্নর আখড়াকে বেছে নিয়েছেন মমতা।
৫২ বছর বয়সী এই অভিনেত্রী জানিয়েছেন, গত ২৩ বছর ধরে কঠোর তপস্যা করে আসছেন তিনি।

মমতা বলেন, আমি এখন যে অবস্থানে রয়েছি, তা আধ্যাত্মিক সাধনার ফল। কিন্নর আখড়া ভগবান শিব ও দেবী পার্বতীর অর্ধনারীশ্বর রূপের প্রতীক। এই আখড়ার মহামণ্ডলেশ্বর হওয়া আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। এখানে কোনো বিধিনিষেধ নেই, সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে।

তবে মমতার সন্ন্যাস নেওয়ার ঘটনার সমালোচনা করেছেন ভারতের যোগগুরু বাবা রামদেব।

তার কথায়, বিশ্বের যাবতীয় কিছু ভোগ করে আচমকা সন্ন্যাসী হওয়ার ইচ্ছা হল একজনের। ভাবছে এক দিনেই মহামণ্ডলেশ্বর তকমা পেয়ে যাবে।

১৯৯২ সালে রাজ কুমার ও নানা পাটেকরের ‘তিরঙ্গা’ সিনেমার মাধ্যমে অভিনয়জীবন শুরু করেছিলেন মমতা। এরপর বিভিন্ন সিনেমায় মমতার আবেদনময়ী উপস্থিতি সাড়া তুলেছিল।

‘করণ অর্জুন’, ‘ওয়াক্ত হামারা হ্যায়’, ‘ক্রান্তিবীর’, ‘সাবছে বড় খিলাড়ি’সহ আরো কিছু হিট সিনেমার নায়িকা ছিলেন মমতা।

এরপর ২০০০ সালে দেশ ছেড়ে খবরের আড়ালে চলে যান। দীর্ঘ দুই যুগের বেশি সময় পর গেল বছরের ডিসেম্বরে ভারতে ফিরে আসেন তিনি।

এর মধ্যেও ২০১৬ সালে ভারতের থানে পুলিশ দুই হাজার কোটি রুপির একটি মাদক পাচার চক্রের তদন্ত শুরু করে, যেখানে মমতার নাম জড়িয়ে পড়ে।

মমতা ও তার সঙ্গী কথিত মাদক সম্রাট ভিকি গোস্বামীকে এই মামলায় অভিযুক্ত করা হয়। মামলার অভিযোগে বলা হয়েছিল, তারা ২০১৬ সালের ৮ জানুয়ারি কেনিয়ার ব্লিস হোটেলে এক বৈঠকে অংশ নিয়েছিলেন, যেখানে মাদক পাচারের পরিকল্পনা করা হয়।

তবে মামলার তদন্তে পুলিশের দেওয়া প্রমাণ শক্তিশালী না হওয়ায় মুম্বাই হাইকোর্ট কিছুদিন আগে মমতার বিরুদ্ধে থাকা এফআইআর খারিজ করেন। আদালত জানিয়েছেন, মমতার বিরুদ্ধে কোনো প্রমাণ মেলেনি। আর মমতা শুরু থেকেই দাবি করে আসছিলেন তাকে ফাঁসানো হয়েছে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বৈষম্যবিরোধী নেতা রিয়াদের আরেকটি বাসার খোঁজ, মিলল নগদ টাকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আবদুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদের আর...

গণভবনই থেকে এসেছিল হেলিকপ্টার থেকে গুলি ও ব্লক রেইডের সিদ্ধান্ত

জুলাই মাসে ঢাকায় সংঘটিত গণ-অভ্যুত্থানের সময় রাজনৈতিক সিদ্ধান্তে হেলিক...

উলিপুরে নাশকতার অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

কুড়িগ্রামের উলিপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে ধরনীবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম...

ইউনূস সরকারের নিরাপদ প্রস্থানের সময় ফুরিয়ে আসছে

অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সময় ফুরিয়ে আসছে...

যুক্তরাষ্ট্রে এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট অক্ষত

যুক্তরাষ্ট্রের মধ্য ক্যালিফোর্নিয়ায় নেভাল এয়ার স্টেশন লেমুরের কাছে মার্কিন নৌ...

ইউনূস সরকারের নিরাপদ প্রস্থানের সময় ফুরিয়ে আসছে

অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সময় ফুরিয়ে আসছে...

ভৌতিক গল্প নিয়ে কানাডায় নুহাশ

হরর, অতিপ্রাকৃত, ফ্যান্টাসি ঘরানার সিনেমা নিয়েই মূলত কানাডার ফ্যান্টাজিয়া আন্...

এক সিদ্ধান্তেই বদলে গেল জীবনটা

২০১৫ সালে মুক্তি পেয়েছিল ‘মাসান’। সমালোচকপ্রিয় ও বহুল প্রশংসিত এ...

ফিরেই দলকে নাটকীয় জয় এনে দিলেন মেসি

এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেই পুরোনো চেহারায় দেখা গেল লিওনেল মেসিকে। বাং...

নাঈম এবার অস্ট্রেলিয়া সফরে

বৈশ্বিক টুর্নামেন্ট বাদ দিলে বাংলাদেশ শেষবার অস্ট্রেলিয়ায় সিরিজ খেলেছে ২০০৮ স...

লাইফস্টাইল
বিনোদন
খেলা