ময়মনসিংহের ভালুকায় রাস্তা সংস্কার করার লক্ষ্যে রাস্তার ইট তুলে রাস্তার পাশে রাখায় ইউপি সদস্যর বিরুদ্ধে অপপ্রচার চালানোর ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার হাজির বাজার এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, মল্লিকবাড়ী ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শাহিন কুমার তার বাড়ি যাওয়ার রাস্তা সংস্কার করার জন্য ইট তুলে নেন। রাস্তাটি নিচু হওয়ায় বর্ষাকালে রাস্তায় পানি জমে যায়। ওই রাস্তা দিয়ে চলাচল করা লোকজন অসুবিধায় পড়েন। মানুষের দুর্ভোগ লাঘবে সম্প্রতি ওই ইউপি সদস্য তার বাসার সামনের রাস্তা থেকে কিছু ইট তুলে মাটি ভরাট করছিলেন। পরে স্থানীয় একটি মহল রাস্তার ইট তুলার ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে ইউপি সদস্য বাড়ির কাজ করার জন্য ইট তুলে নেন বলে অপপ্রচার চালান।
এই বিষয়ে স্থানীয় কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, রাস্তা থেকে ওই ইউপি সদস্য ইট তুলে নেননি। তিনি নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করার জন্য ইট তুলে মাটি ভরাট করছেন। মাটি ভরাট করা হলে পুনরায় ইট বিছিয়ে দেওয়া হবে।
ইউপি সদস্য মোঃ শাহিন কুমার জানান, তিনি একাধিকবার ওই এলাকার নির্বাচিত ইউপি সদস্য। তার বাড়ির পাশে নিচু রাস্তা উঁচু করে করার জন্য ইট তুলে রেখেছেন। নিজ অর্থায়নে রাস্তায় মাটি ভরাট করছেন। মাটি ভরাট শেষ হলে পুনরায় ইট বিছিয়ে দিবেন। একটা মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। তিনি এর প্রতিবাদ জানান ও যারা অপপ্রচার চালাচ্ছেন তাদের বিচারের দাবি জানান।
আমারবাঙলা/ইউকে
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            