নেপালের সদ্য সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি
আন্তর্জাতিক

ভারতের আধিপত্য মানিনি, তাই ক্ষমতা হারালাম

আন্তর্জাতিক ডেস্ক

নেপালের সদ্য সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি অভিযোগ করেছেন, ভারতবিরোধী অবস্থান নেওয়ার কারণেই তাকে ক্ষমতা ছাড়তে হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) নিজের দলের মহাসচিব বরাবর পাঠানো এক চিঠিতে তিনি উল্লেখ করেন, সীমান্ত ইস্যুতে প্রশ্ন তোলা এবং ধর্মীয় বিষয়ে স্পর্শকাতর মন্তব্য করায় তাকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

কেপি শর্মা ওলি বলেন, “আমি যদি লিপুলেখ নিয়ে প্রশ্ন না তুলতাম, অযোধ্যা ও ভগবান রামকে নিয়ে মন্তব্য না করতাম, তাহলে হয়তো এখনো প্রধানমন্ত্রীর পদে থাকতাম। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ভারতের অযোধ্যাকে রামের জন্মস্থান হিসেবে মানতে অস্বীকৃতি জানানোর কারণেই আমাকে ক্ষমতা হারাতে হয়েছে।” তিনি আরও দাবি করেন, রামের জন্মস্থান ভারতের অযোধ্যা নয়, বরং নেপালের বীরগঞ্জ।

সূত্র জানায়, পদত্যাগের পর ওলি দেশ ছেড়ে পালিয়েছেন বলে গুঞ্জন উঠলেও তিনি বর্তমানে রাজধানী কাঠমান্ডুর শিবপুরি সেনা ব্যারাকে অবস্থান করছেন।

উল্লেখ্য, নেপাল ও ভারতের মধ্যে দীর্ঘদিন ধরে লিপুলেখ গিরিপথ ও কালাপানি অঞ্চল নিয়ে বিরোধ চলে আসছে। ১৮১৬ সালের সুগৌলি চুক্তির পরও কালী নদীর উৎসস্থানকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে মতবিরোধ রয়ে গেছে। নেপালের দাবি, নদীর উৎপত্তি লিম্পিয়াধুরা থেকে, আর সে কারণেই লিপুলেখ, কালাপানি ও লিম্পিয়াধুরা তাদের ভূখণ্ডের অংশ।

২০২০ সালে ওলির নেতৃত্বাধীন সরকার আনুষ্ঠানিকভাবে এই এলাকাগুলোকে নেপালের অবিচ্ছেদ্য অংশ ঘোষণা করে এবং ভারতকে ওই অঞ্চলে রাস্তা নির্মাণ ও বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করার আহ্বান জানায়। তবে ভারত জানায়, ১৯৫৪ সাল থেকে ওই পথ তারা চীনের সঙ্গে বাণিজ্যের জন্য ব্যবহার করে আসছে।

একই বছর জুলাইয়ে ওলি আরও বিতর্ক সৃষ্টি করেন, যখন তিনি দাবি করেন, ভগবান রাম ভারতের নয়, নেপালের নাগরিক ছিলেন। তার বক্তব্য অনুযায়ী, ভারতের অযোধ্যা ভুয়া এবং প্রকৃত অযোধ্যা অবস্থিত নেপালের পূর্ব বীরগঞ্জে। তিনি প্রশ্ন তোলেন, “ভারতে জন্মানো রাম কীভাবে নেপালের জনকপুরের সীতাকে বিয়ে করলেন? প্রাচীনকালে তো দূরবর্তী বিয়ের প্রচলন ছিল না। যোগাযোগ ব্যবস্থা না থাকলে এমন বিয়ে সম্ভব হলো কীভাবে?”

ওলির এসব মন্তব্য ভারতে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। ভারতীয় রাজনীতিক ও সংবাদমাধ্যমগুলো তার বক্তব্যকে ইতিহাস বিকৃতি ও রাজনৈতিক কৌশল হিসেবে উল্লেখ করে।

ক্ষমতা হারানোর পরও ওলি নিজের অবস্থান থেকে সরে আসেননি। বরং তিনি আরও দৃঢ়ভাবে বলেছেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়াই ছিল তার প্রধান ‘অপরাধ’। বিশ্লেষকদের মতে, তার সাম্প্রতিক অভিযোগ নেপালের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করতে পারে।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীর মনোহরদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা

আজ ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। উদয়ের পথে শুনি কার বাণী—

কুষ্টিয়ায় ৮১ কিলোমিটার এলাকায় বিজিবির তৎপরতা

সাম্প্রতিক ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ঠে...

একই স্থানে সূর্যোদয়–সূর্যাস্ত দেখার অপার সৌন্দর্যের দ্বীপ রাঙ্গাবালী

পটুয়াখালীর সমুদ্রবেষ্টিত দ্বীপ উপজেলা রাঙ্গাবালী যেন লুকিয়ে থাকা এক টুকরো স...

চট্টগ্রামে ছাত্রদল কর্মী হত্যায় আরেক ছাত্রদল কর্মী গ্রেপ্তার

মিরসরাইয়ের বারইয়ারহাটে ছাত্রদলকর্মী তাহমিদ উল্যাহ (১৮) হত্যাকাণ্ডে জড়িত অভিযো...

ওসমান হাদিকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে রাঙ্গাবালীতে বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার প্রতিবাদে পটুয়াখালীর...

মহেশখালীতে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে অর্থদণ্ড

কক্সবাজারের মহেশখালী উপজেলায় অবৈধভাবে মাটি কাটার ও পরিবহনের অভিযোগে ভ্রাম্যমা...

শ্রীমঙ্গলে ‘হারমোনি উৎসব’ স্থগিত 

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রী...

নরসিংদীর মনোহরদীতে জুয়া খেলার অভিযোগে চারজন আটক 

জে,এম, শাহজাহান মোল্লা, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি: মনোহরদী উপজেলার কাচিকাট...

রাউজানে নির্বাচনী প্রস্তুতি ঘিরে যৌথ মহড়া ও মতবিনিময় সভা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে আয়োজনের...

বিজয় দিবস উদযাপনে চট্টগ্রাম মহানগর বিএনপির প্রস্তুতি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগর বিএনপি মহান বিজয় দিবস উদযাপনের জন্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা