নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বিএনপি-জামায়াতকে দেশের অশুভ শক্তি বলে মন্তব্য করে বলেছেন, বাংলাদেশের মানুষ আর কোনো অবৈধ দলকে ক্ষমতায় দেখতে চায় না।
শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকালে কৃষকলীগ আয়োজিত কৃষক মহাসমাবেশে তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, বর্তমান সরকার না কি জনগণের সরকার নয়- মির্জা ফখরুল বলেছেন। আপনারা যে ক্ষমতায় আসতে চান কীভাবে আসতে চান। আপনারা ক্ষমতায় থাকার সময় কৃষকদের হত্যা করেছেন। দেশের মানুষ তা ভুলে যায়নি। সে ঘটনার জন্য আপনারা জাতির কাছে ক্ষমা চাননি।
তিনি বলেন, আপনারা খুনির দল, আপনার সন্ত্রাসীদের দল। আপনারা তাহলে কোন কারণে ক্ষমতায় যেতে চান। কথা বলার আগে নিজের চেহারা আয়নায় দেখুন। এ অবৈধ দলের নেতা, কীভাবে আপনি সরকারকে অবৈধ বলছেন?
আজকে থেকে বাংলাদেশের মানুষ আর কখনো আপনাদের দলকে ক্ষমতায় দেখতে চায় না। তাই আপনাদের রাস্তায় আন্দোলন করে লাভ নেই। আর যদি আপনারা নির্বাচনে বাঁধা দেন, তাহলে রাজপথে আমরা আপনাদের প্রতিহত করব।
কৃষক লীগের সভাপতি সমীর চন্দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতির সঞ্চালনায় সমাবেশে আরও বক্তৃতা রাখেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আজম, এস এম কামাল, আফজাল হোসেন, ত্রাণ ও সমবায় সম্পাদক আমিনুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খাঁন নিখিল প্রমুখ।
এবি/এইচএন
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            