ছবি: সংগৃহীত
সারাদেশ

ফেনীতে এনজিওর কিস্তির চাপে গৃহবধূর আত্মহত্যা

ফেনী প্রতিনিধি

ফেনীতে ক্ষুদ্রঋণ প্রদানকারী এনজিও 'মমতা'র কিস্তির চাপ ও হুমকির জেরে ফেরদৌস আরা বেগম (৪৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। রবিবার (২৭ জুলাই) দুপুরে সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের পশ্চিম বিজয়সিংহ ফকির বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ফেরদৌস আরা ওই বাড়ির গিয়াস উদ্দিনের স্ত্রী।

নিহতের পরিবার ও থানায় মামলা সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারিতে ছেলেকে বিদেশ পাঠাতে ‘মমতা’ থেকে তিন লাখ টাকা ঋণ নেন ফেরদৌস আরা। মাসে ২১ হাজার টাকা কিস্তি হিসেবে গত পাঁচ মাস নিয়মিত পরিশোধ করলেও ১৩ জুলাই ষষ্ঠ কিস্তি পরিশোধে ব্যর্থ হন তিনি। ওই দিনই এনজিওটির ফেনী সদর শাখার ফিল্ড অফিসার ওমর ফারুক তাকে কড়া ভাষায় হুমকি দেন।

স্বামী গিয়াস উদ্দিন জানান, “২৭ জুলাই সকাল ১০টার দিকে ওমর ফারুক আবার কিস্তি চাইতে আসেন। আমরা ৮ হাজার টাকা দিতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে গালমন্দ করেন এবং বিকেলের মধ্যে বাকি টাকা না দিলে মামলা করে জেলে পাঠানোর হুমকি দেন।”

এ ঘটনার দুই ঘণ্টা পর, দুপুর ১২টা ৩০ মিনিটে রান্নাঘর থেকে ফেরদৌস আরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন পরিবারের সদস্যরা। পরে তাঁকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বোন সীমা আক্তার বলেন, ফেরদৌস শুধু মমতা থেকে ঋণ নিয়েছেন। সময়মত পরিশোধ করতে না পেরে নিজেই মানষিকভাবে ভেঙে পড়েন।

মমতার কার্যালয়ে গিয়ে অভিযুক্ত ফিল্ড অফিসার ওমর ফারুকের দেখা মেলেনি। বক্তব্যের জন্য মুঠোফোনে ফোন দেয়া হলে, তিনি ফোন রিসিভ করেননি।

এনজিও সংস্থা মমতার সহকারি পরিচালক মো. শাহে এমরান বলেন, ফেরদৌস আরা বেগম মমতার একজন নিয়মিত সদস্য। ঋণের কিস্তি নিয়ে ফিল্ড অফিসারের সাথে ভুলবুঝাবুঝির বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কার্যক্রম থেকে বিরত রাখা হয়েছে।

নিয়মিত সদস্যের মৃ-ত্যুর কারণে মমতার গ্রাহক বিধি অনুযায়ী ফেরদৌস বেগমের পরিবার ঋণ মওকুফসহ প্রাপ্ত সুবিধা পাবেন।

ফেনী থানার ওসি মো. শামছুজ্জামান বলেন, ঋণের কিস্তি নিয়ে মানষিক চাপে ছিলেন নিহ-ত গৃহবধূ ফেরদৌস আরা বেগম। এরই জেরে আত্মহননের পথ বেঁচে নিয়েছেন মর্মে লিখিত অভিযোগ দিয়েছেন নিহতের স্বামী।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমিতে ‘অ্যাডোলেন্স’-এর জয়জয়াকার

বাংলাদেশ সময় সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে ঘোষণা করা হলো ৭৭তম এমি অ্যাওয়ার্ডস।...

রাকসু নির্বাচনে কার কী প্যানেল

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসু নির্বাচনের এ পর্যন্ত নয়টি প্...

লন্ডনে বাংলাদেশি মাকে ‘বর্ণবাদী’ মন্তব্য, ছেলের ওপর হামলা

লন্ডনে হামলার শিকার হয়েছেন এক বাংলাদেশি তরুণ। তরুণের ভাষ্য, তাঁর হিজাব পরা মা...

হাত না মেলানো : ভারতের ব্যাখ্যা, পাকিস্তানের প্রতিবাদ

আগা সালমান-শাহিন আফ্রিদিরা হয়তো সেটা ভেবেই মাঠে দাঁড়িয়ে ছিলেন। অপেক্ষায় ছিলেন...

বিপৎসীমা ছাড়িয়ে গেছে তিস্তার পানি

টানা কয়েক দিনের ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তার পানি আব...

লন্ডনে বাংলাদেশি মাকে ‘বর্ণবাদী’ মন্তব্য, ছেলের ওপর হামলা

লন্ডনে হামলার শিকার হয়েছেন এক বাংলাদেশি তরুণ। তরুণের ভাষ্য, তাঁর হিজাব পরা মা...

জমির বিরোধে খুন, দুর্ঘটনায় মৃত্যু, তবু তাঁরা জুলাই শহীদ 

রাজধানীর ওয়ারীতে গত বছরের ১৪ আগস্ট কুপিয়ে হত্যা করা হয় বিএনপি নেতা মো. আল-আমি...

হাত না মেলানো : ভারতের ব্যাখ্যা, পাকিস্তানের প্রতিবাদ

আগা সালমান-শাহিন আফ্রিদিরা হয়তো সেটা ভেবেই মাঠে দাঁড়িয়ে ছিলেন। অপেক্ষায় ছিলেন...

নুরাল পাগলা দরবারে হামলা, গোয়ালন্দে ওসির পর ইউএনওর বদলি

রাজবাড়ীর গোয়ালন্দে নুর‌াল পাগ‌লার দরবার ও বাড়িতে হামলা ও মরদেহে আগু...

বিশ্বের নতুন দ্রুততম মানবী জেফারসন–উডেন

নতুন দ্রুততম মানবী পেল বিশ্ব। টোকিওতে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে মেয়েদে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা