সংগৃহিত
আন্তর্জাতিক

প্রাগে বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলা, নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক : চেক প্রজাতন্ত্রের কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্দুক হামলায় ২৪ বছর বয়সী এক ছাত্র বৃহস্পতিবার ১৪ জনকে হত্যা করেছে এবং ২৫ জন আহত করেছে। কর্তৃপক্ষ বলেছে, পরে হামলাকারী আত্মহত্যা করেছে।

সহিংসতার কারণে ভারী সশস্ত্র পুলিশের ব্যাপক তৎপরতা এবং লোকদের বাড়ির ভিতরে থাকার জন্য সতর্কতা জারি করায় শহরের ঐতিহাসিক কেন্দ্রে আতঙ্কিত লোকজন ছুটাছুটি শুরু করে।

চার্লস ইউনিভার্সিটির কলা অনুষদে গুলি চালানো হয়, যেটি চতুর্দশ শতাব্দীর চার্লস ব্রিজের মতো প্রধান পর্যটন স্থানগুলোর কাছে অবস্থিত।

পুলিশ প্রধান মার্টিন ভন্ড্রাসেক গুলি চালানোর পর সাংবাদিকদের বলেন, ‘এই মুহুর্তে আমি ভয়ঙ্কর হামলায় ১৪ জন নিহত এবং ২৫ জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করতে পারি। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর।’

তিনি বলেন, নিহতদের সবাইকে ভবনের ভেতরেই হত্যা করা হয়েছে। মিডিয়া জানিয়েছে অন্তত কয়েকজন বন্দুকধারীর সহযোগী ছাত্র ছিল।

ডাচ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের মধ্যে একজন ডাচ নাগরিক।

ভন্ড্রাসেক বলছেন, বন্দুকধারী সম্পর্কে পুলিশের কাছে আগাম কোন তথ্য ছিল না। তার কাছে ‘অস্ত্র ও গোলাবারুদের বিশাল ভান্ডার’ ছিল এবং দ্রুত পুলিশি পদক্ষেপ আরও গুরুতর হত্যাকান্ড প্রতিরোধ করে।

সরকার ২৩ ডিসেম্বর জাতীয় শোক দিবস ঘোষণা করেছে। সরকারি ভবনে পতাকা অর্ধনমিত রেখে জনগণকে দুপুরে এক মিনিট নীরবতা পালন করতে বলা হয়।

নিখোঁজ শিক্ষার্থীদের তালিকা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। গুলি থেকে নিরাপদে থাকা শিক্ষার্থীরা তাদের বন্ধু-বান্ধব ও আত্মীয়দের অবস্থা জানানোর জন্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে।

ভন্ড্রাসেক বলেন, প্রাগের পশ্চিমে হোস্টউন গ্রামে হামলাকারীর বাবাকে মৃত অবস্থায় পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ে গণ গুলি চালানোর আগে পুলিশ ওই ব্যক্তির খোঁজ শুরু করে।

বন্দুকধারী ‘প্রাগের দিকে রওনা দিয়েছিলেন যে, তিনি আত্মহত্যা করতে চান’ এ কথা উল্লেখ করে ভন্ড্রাসেক বলেছেন, পুলিশের ধারণা আগে বন্দুকধারী তার বাবাকে হত্যা করেছে।

পুলিশ কলা অনুষদের একটি ভবনে অনুসন্ধান করেছে যেখানে বন্দুকধারী একটি বক্তৃতার জন্য উপস্থিত হবে বলে আশা করা হয়েছিল। কিন্তু তিনি কাছাকাছি অনুষদের মূল ভবনে যান এবং তারা তাকে খুঁজে পাননি।

‘গ্রীনিচ মান সময় ১৩৫৯ টায়, আমরা শুটিং সম্পর্কে প্রথম তথ্য পেয়েছি’ উল্লেখ করে ভন্ড্রাসেক সাংবাদিকদের বলেন, পুলিশের জরুরি ইউনিট ১২ মিনিটের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়।

‘গ্রীনিচ মান সময় ১৪২০ টায়, কর্মরত অফিসাররা বন্দুকধারীর মৃতদেহ সম্পর্কে আমাদের অবহিত করেছে’। ভন্ড্রাসেক বলেছেন, অসমর্থিত তথ্যে জানা যায় তিনি আত্মহত্যা করেছেন।

সোশ্যাল মিডিয়ার তদন্তের উদ্ধৃতি দিয়ে, বিশদ বিবরণে না গিয়ে ভন্ড্রাসেক বলেছেন, বন্দুকধারী ‘রাশিয়ায় একই রকম ঘটনা’ দ্বারা অনুপ্রাণিত হয়েছিল।

ভন্ড্রাসেক বলেন, পুলিশ বিশ্বাস করে যে, একই বন্দুকধারী ১৫ ডিসেম্বর প্রাগের পূর্ব উপকণ্ঠে একটি জঙ্গলে হাঁটার সময় এক যুবক এবং তার দুই মাস বয়সী মেয়েকে হত্যা করেছিল।

ভন্ড্রাসেক বলেন, বৃহস্পতিবারের অভিযানে কোনো পুলিশ কর্মকর্তা আহত হননি।

পুলিশ ভবনটি খালি করেছে, সরিয়ে নেওয়া লোকদের জন্য অস্থায়ী আশ্রয় হিসাবে রাস্তার ওপারে একটি কনসার্ট হলের ভেতর ব্যবস্থা করেছে।

চেক প্রেসিডেন্ট পেত্র পাভেল বলেছেন, তিনি সহিংসতায় ‘মর্মাহত’ এবং ‘নিহতদের পরিবার ও আত্মীয়দের প্রতি গভীর দুঃখ ও আন্তরিক সমবেদনা’ প্রকাশ করেছেন।

প্রধানমন্ত্রী পেত্র ফিয়ালা বলেছেন, একা বন্দুকধারী অনেক লোককে হত্যা করেছে, তাদের বেশিরভাগ তরুণ।

তিনি বলেন,‘এই জঘন্য কাজের কোন যৌক্তিকতা নেই।’

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১২ডিসেম্বর, নরসিংদী হানাদার মুক্ত দিবস পালিত

হাবিব আহম্মদ মোল্লা: নরসিংদী হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। আজ শুক্রবার (১২...

ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ

ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হ...

ফেসবুকে মালয়েশিয়ার স/ন্ত্রা/সী গোষ্ঠীর কার্যকলাপ প্রচারের দায়ে ১  বাংলাদেশির ১০ বছরের কারাদণ্ড।

মো:নুরুল ইসলাম সুজন, মালয়েশিয়া: কুয়ালালামপুর হাইকোর্টে শুক্রবার (১২ ডিসেম্বর...

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদি গুলিবিদ্ধ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে জীবন–মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছেন গুল...

রাবিপ্রবিতে উচ্চশিক্ষার উন্নয়নে চ্যালেঞ্জ ও সম্ভাবনা" বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

সেন্টার ফর গভর্ন্যান্স এন্ড ডেভেলপমেন্ট -সিজিডি'র উদ্যোগে রাঙ্গামাটি বিজ্...

এনইউবিতে চীনা ভাষা ও সংস্কৃতি নিয়ে ‘চায়না আওয়ার’ অনুষ্ঠিত

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইউবি) ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে চীনা ভাষা ও স...

আরএনবি পূর্বাঞ্চলে একদিনে ৩০ সদস্যের বদলি

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) পূর্বাঞ্চলে একদিনেই ৩০ জন সদস্যকে বদলি করা...

বিজিবির তৎপরতা দেখে বিপুল ইয়াবা ফেলে পালাল যুবক

টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পৃথক অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার...

অপরাধীদের গ্রেপ্তারে সীমান্তবর্তী এলাকায় বিজিবি'র জোরদার নজরদারি

মৌলভীবাজারের কুলাউড়া, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী এলাকায় সর্বো...

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে ছকিনা বেগম (৬৫) নামে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা