নরসিংদী প্রেসক্লাবের নবনির্বাচিত ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ৭ জানুয়ারি (বুধবার) সন্ধ্যা ৬টায় নরসিংদী প্রেসক্লাব মিলনায়তনে এ শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক আনোয়ার হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিম উল্লাহ।
শপথ গ্রহণ অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি মাখন দাস ও সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশসহ কার্যনির্বাহী কমিটির ১১ জন সদস্য শপথ গ্রহণ করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক আনোয়ার হোসাইন নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান।
অনুষ্ঠানে বক্তারা পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় নবনির্বাচিত কমিটির দায়িত্বশীল ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন।
আমারবাঙলা/আরআরপি