জে,এম, শাহজাহান মোল্লা, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি: মনোহরদী উপজেলার কাচিকাটা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড রুদ্রদী গ্রামে জুয়া খেলার অভিযোগে চারজন আটক করেছে মনোহরদী থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে ১৪ ডিসেম্বর সোমবার ২০২৫ ইং দিবাগত রাতে মনোহরদী উপজেলার কাচিকাটি ইউনিয়নের রুদ্রদী নতুন বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
মনোহরদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিনুর ইসলামে নির্দেশনায় পুলিশ সাব-ইন্সপেক্টর শহীদুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় চার জুয়ারী কে আটক করা হয়। আটককৃতরা হলেন, মোশাররফ হোসেন, মনির হোসেন, মিজানুর রহমান ও মফিজ উদ্দিন। তারা সকলেই মনোহরদী উপজেলার রুদ্রদী গ্রামের বাসিন্দা বলে পুলিশ নিশ্চিত করেছে।
এ বিষয়ে মনোহরদী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনুর ইসলাম বলেন, জনগণের সহযোগিতা পেলে মনোহরদী থানা এলাকাকে মাদকমুক্ত, জুয়া মুক্ত ও অপরাধমুক্ত রাখতে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবে। তিনি আরো বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করায়ই পুলিশের মূল লক্ষ্য। পুলিশ জানায়, এলাকার মানুষ জুয়াড়িদের গ্রেফতার করায় খুশি হয়েছে। পুলিশ জানায়, আটক তোদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে কোর্টে চালান করা হয়েছে।
আমার বাঙলা/আরএ