ছবি: সংগৃহীত
জাতীয়

ঢাকা কলেজের ‘স্বকীয়তা’ রক্ষার দাবিতে বিক্ষোভ-অবরোধ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা কলেজের স্বকীয়তা রক্ষার দাবিতে বিক্ষোভ দেখিয়েছেন প্রতিষ্ঠানটির উচ্চ মাধ্যমিক পর্যায়ের একদল শিক্ষার্থী।

রবিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে তারা কলেজ থেকে মিছিল নিয়ে এসে সায়েন্সল্যাব মোড় আটকে দেন। সেখানে কয়েক মিনিট অবস্থানের পর মিছিল নিয়ে নীলক্ষেত মোড় ঘুরে ফের ক্যাম্পাসে ফিরে যান তারা।

এসময় শিক্ষার্থীরা ঢাকা কলেজের স্বকীয়তা রক্ষার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

নিউ মার্কেট থানার ওসি মাহফুজুল হক সোয়া ১১টার দিকে বলেন, “শিক্ষার্থীরা সকাল থেকে কলেজ ক্যাম্পাসের জড়ো হতে থাকেন। সাড়ে ১০টার দিকে তারা মিছিল নিয়ে এসে সায়েন্সল্যাব মোড় আটকে দেন। ৪-৫ মিনিট অবস্থান করে নীলক্ষেত মোড় ঘুরে ক্যাম্পাসে ফিরে যান।

“তারা এসে একটি দাবিই জানিয়েছেন। তারা বলেছেন, সাত কলেজকে সেন্ট্রাল ইউনিভার্সিটি করা হলে তাদের কী হবে? তারা বলেছেন, সেন্ট্রাল ইউনিভার্সিটিকে অন্য কোথাও নিয়ে যাওয়া হোক, ঢাকা কলেজের ক্যাম্পাস ঢাকা কলেজেরই থাক।”

ঢাকা কলেজসহ রাজধানীর সাতটি কলেজ নিয়ে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গঠনের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এর আগে এসব কলেজের অধিভুক্তি বাতিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

কলেজগুলো হলো—ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।

কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে গত ২৪ সেপ্টেম্বর একটি অধ্যাদেশের খসড়া প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। তাতে বলা হয়েছে, কলেজগুলোর অবকাঠামো দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালিত হবে। বিশ্ববিদ্যালয়ের আচার্য, উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজারার, সিন্ডিকেট ও অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্যদের সমন্বয়ে গঠিত হবে একটি সংবিধিবদ্ধ সংস্থা।

বিশ্ববিদ্যালয়ের সাতটি অ্যাকাডেমিক ক্যাম্পাস থাকবে। সাত কলেজই বিশ্ববিদ্যালয়ের একটি করে ক্যাম্পাস হিসেবে পরিচালিত হবে।

এ অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে সোমবার ‘লং মার্চ’ কর্মসূচির ডাক দিয়েছেন কলেজগুলোর শিক্ষার্থীরা।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদী প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নরসিংদী প্রেসক্লাবের নবনির্বাচিত ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির শপথ গ্র...

চট্টগ্রামে পুলিশ পরিচয়ে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি

দিবাগত গভীর রাতে পুলিশের পরিচয় দিয়ে দরজা খুলতে বাধ্য করে একটি মুরগির খামারে ড...

মৌলভীবাজারে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

মৌলভীবাজার সদর উপজেলার ২নং মনুমুখ ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগ...

মিয়ানমারের ভেতরে টানা গোলাগুলি, বাংলাদেশী জেলে গুলিবিদ্ধ

টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে টানা গোলাগুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে...

থানার পাশে সুপার মার্কেট থেকে চুরি, ৯ ভরি স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৩

নোয়াখালীর মাইজদী শহরে থানার পাশে সুপার মার্কেটের নিলয় জুয়েলার্সে চুরির ঘটন...

মহেশখালীতে মা-ছেলের রক্তাক্ত মরদেহ উদ্ধার

কক্সবাজারের মহেশখালীতে নিজ ঘর থেকে মা ও চার বছরের শিশুপুত্রের রক্তাক্ত মরদেহ...

নরসিংদীতে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

নরসিংদীতে জেলা ত্রাণ, দুর্যোগ ও পুনর্বাসন অফিসের উদ্যোগে শীতার্ত ছিন্নমূল মান...

ঝালকাঠিতে জামায়াতে যোগ দিলেন শতাধিক সনাতন ধর্মাবলম্বীরা

ঝালকাঠির সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বী শতাধিক মানুষ বাংল...

ভারতীয় ট্রাকের ধাক্কায় বাংলাদেশি পথচারী নিহত

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় একটি ট্রাকের ধাক্কায় কবির আলী...

শোষণ-মুক্তির প্রেরনা শহীদ আসাদ

।। এম.গোলাম মোস্তফা ভুইয়া ।। ০১. ২০ জানুয়ারি শহীদ আসাদ দিবস। বাংলাদেশে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা