ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

ট্রাম্প-পুতিনের নির্ধারিত বৈঠক বাতিল

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনে তাৎক্ষণিক যুদ্ধবিরতি দিতে মস্কো রাজি না হওয়ায় অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্ধারিত বৈঠক। মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে বলেন, “প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের বৈঠকের উপলক্ষ্যে ইউক্রেনে যুদ্ধবিরতি ঘোষণা করতে মস্কোকে আহ্বান জানিয়েছিল হোয়াইট হাউস; কিন্তু মস্কো এতে সম্মত না হওয়ায় নির্ধারিত বৈঠকটি স্থগিত করা হয়েছে। আপাতত নিকট ভবিষ্যতে দুই প্রেসিডেন্টের মধ্যে বৈঠকের কোনো সম্ভাবনা নেই।”

ওই কর্মকর্তার জানান, কয়েক দিন আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে টেলিফোনে কথা হয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও প্রেসিডেন্ট ট্রাম্পের জাতীয় নিরারপত্তা বিষয়ক উপদেষ্টা মার্কো রুবিও’র। সেই ফোনালাপে দুই প্রেসিডেন্টের আসন্ন বৈঠক উপলক্ষ্যে ইউক্রেনে যুদ্ধবিরতি ঘোষণার শর্ত দিয়েছিলেন। ল্যাভরভ তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানাননি, তবে পরে মস্কোর পক্ষ থেকে বলা হয়, সংঘাতের এই পর্যায়ে আপাতত যুদ্ধবিরতি সম্ভব নয়। এর পরেই বৈঠক স্থগিতের সিদ্ধান্ত নেয় ওয়াশিংটন।

২০২৪ সালের নভেম্বরের নির্বাচনে জিতে ২০২৫ সালের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শপথ গ্রহণ করেন ডোনাল্ড ট্রাম্প। ওই অনুষ্ঠানে তিনি বলেছিলেন, ক্ষমতা গ্রহণের পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানকে অগ্রাধিকার দেবেন তিনি।

তারপর গত দশ মাসে কয়েক বার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। গত ১৫ আগস্ট যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে বৈঠকও হয়েছে দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে। তবে কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয় সেই বৈঠক।

গত সপ্তাহে ট্রাম্প ঘোষণা করেন, ইউক্রেন যুদ্ধ বন্ধ পুতিনের সঙ্গে ফের বৈঠকে বসছেন তিনি এবং সেই বৈঠকটি হবে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে। বৈঠকের দিনক্ষণ না জানালেও ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, চলতি অক্টোবরের শেষ দিকে সেই বৈঠক হতে পারে।

বৈঠক স্থগিতের ঘোষণার পর হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় এ ব্যাপারে ট্রাম্প বলেন, “আমি কোনো খামোখা বৈঠক করতে চাইনি। তাই আপাতত (বৈঠক) স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

“তবে এটা চূড়ান্ত সিদ্ধান্ত নয়। পরিবর্তন আসতেই পারে। আপনারা আগামী দু’দিন যা যা ঘটবে— সেদিকে লক্ষ্য রাখবেন”, হোয়াইট হাউসে বলেন ট্রাম্প।

বৈঠক স্থগিতের ঘোষণার পর হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় এ ব্যাপারে ট্রাম্প বলেন, “আমি কোনো খামোখা বৈঠক করতে চাইনি। তাই আপাতত (বৈঠক) স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

“তবে এটা চূড়ান্ত সিদ্ধান্ত নয়। পরিবর্তন আসতেই পারে। আপনারা আগামী দু’দিন যা যা ঘটবে— সেদিকে লক্ষ্য রাখবেন”, হোয়াইট হাউসে বলেন ট্রাম্প।

প্রেসিডেন্ট পুতিনের বিনিয়োগ বিষয়ক দূত কিরিল দিমিত্রিয়েভও গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, দুই দেশের প্রেসিডেন্টের সম্ভাব্য বৈঠক নিয়ে প্রস্তুতি অব্যাহত রেখেছে রাশিয়া।

সূত্র : রয়টার্স

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে বিএনপির প্রতিনিধিদল

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে বিএনপির প্রতিনিধিদল।...

পুলিশের গাড়িতে যুবককে পেটালেন যুবদল আহ্বায়ক

নোয়াখালীর হাতিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন ইলিয়াসের নেতৃত্বে পুলি...

আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বন্ধে জরুরি পদক্ষেপ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উ...

নির্বাচিত সরকার ছাড়া ঋণের অর্থ দেবে না আইএমএফ

আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ) বাংলাদেশের অনুকূলে ঋণের ষষ্ঠ কিস্তি ছাড়ের বিষ...

২০৩১ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করতে চায় চার দেশ

যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কোস্টারিকা ও জ্যামাইকার ফুটবল ফেডারেশনগুলো যৌথভাবে ২০...

আইসিসি থেকে বড় সুখবর পেলেন রিশাদ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। ইতোমধ্যে দুই ম...

জয়পুরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন

‘মানসম্পন্ন হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ এই প্...

সুন্দরবন উপকূলে পলিথিন, হুমকিতে পরিবেশ

বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের কোলঘেঁষা জনপদ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা। কিন্তু এ এ...

বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি : আইন উপদেষ্টা

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি, দলটি...

ট্রাম্প-পুতিনের নির্ধারিত বৈঠক বাতিল

ইউক্রেনে তাৎক্ষণিক যুদ্ধবিরতি দিতে মস্কো রাজি না হওয়ায় অনির্দিষ্টকালের জন্য স...

লাইফস্টাইল
বিনোদন
খেলা