ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

ট্রাম্প-পুতিনের নির্ধারিত বৈঠক বাতিল

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনে তাৎক্ষণিক যুদ্ধবিরতি দিতে মস্কো রাজি না হওয়ায় অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্ধারিত বৈঠক। মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে বলেন, “প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের বৈঠকের উপলক্ষ্যে ইউক্রেনে যুদ্ধবিরতি ঘোষণা করতে মস্কোকে আহ্বান জানিয়েছিল হোয়াইট হাউস; কিন্তু মস্কো এতে সম্মত না হওয়ায় নির্ধারিত বৈঠকটি স্থগিত করা হয়েছে। আপাতত নিকট ভবিষ্যতে দুই প্রেসিডেন্টের মধ্যে বৈঠকের কোনো সম্ভাবনা নেই।”

ওই কর্মকর্তার জানান, কয়েক দিন আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে টেলিফোনে কথা হয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও প্রেসিডেন্ট ট্রাম্পের জাতীয় নিরারপত্তা বিষয়ক উপদেষ্টা মার্কো রুবিও’র। সেই ফোনালাপে দুই প্রেসিডেন্টের আসন্ন বৈঠক উপলক্ষ্যে ইউক্রেনে যুদ্ধবিরতি ঘোষণার শর্ত দিয়েছিলেন। ল্যাভরভ তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানাননি, তবে পরে মস্কোর পক্ষ থেকে বলা হয়, সংঘাতের এই পর্যায়ে আপাতত যুদ্ধবিরতি সম্ভব নয়। এর পরেই বৈঠক স্থগিতের সিদ্ধান্ত নেয় ওয়াশিংটন।

২০২৪ সালের নভেম্বরের নির্বাচনে জিতে ২০২৫ সালের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শপথ গ্রহণ করেন ডোনাল্ড ট্রাম্প। ওই অনুষ্ঠানে তিনি বলেছিলেন, ক্ষমতা গ্রহণের পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানকে অগ্রাধিকার দেবেন তিনি।

তারপর গত দশ মাসে কয়েক বার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। গত ১৫ আগস্ট যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে বৈঠকও হয়েছে দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে। তবে কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয় সেই বৈঠক।

গত সপ্তাহে ট্রাম্প ঘোষণা করেন, ইউক্রেন যুদ্ধ বন্ধ পুতিনের সঙ্গে ফের বৈঠকে বসছেন তিনি এবং সেই বৈঠকটি হবে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে। বৈঠকের দিনক্ষণ না জানালেও ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, চলতি অক্টোবরের শেষ দিকে সেই বৈঠক হতে পারে।

বৈঠক স্থগিতের ঘোষণার পর হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় এ ব্যাপারে ট্রাম্প বলেন, “আমি কোনো খামোখা বৈঠক করতে চাইনি। তাই আপাতত (বৈঠক) স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

“তবে এটা চূড়ান্ত সিদ্ধান্ত নয়। পরিবর্তন আসতেই পারে। আপনারা আগামী দু’দিন যা যা ঘটবে— সেদিকে লক্ষ্য রাখবেন”, হোয়াইট হাউসে বলেন ট্রাম্প।

বৈঠক স্থগিতের ঘোষণার পর হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় এ ব্যাপারে ট্রাম্প বলেন, “আমি কোনো খামোখা বৈঠক করতে চাইনি। তাই আপাতত (বৈঠক) স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

“তবে এটা চূড়ান্ত সিদ্ধান্ত নয়। পরিবর্তন আসতেই পারে। আপনারা আগামী দু’দিন যা যা ঘটবে— সেদিকে লক্ষ্য রাখবেন”, হোয়াইট হাউসে বলেন ট্রাম্প।

প্রেসিডেন্ট পুতিনের বিনিয়োগ বিষয়ক দূত কিরিল দিমিত্রিয়েভও গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, দুই দেশের প্রেসিডেন্টের সম্ভাব্য বৈঠক নিয়ে প্রস্তুতি অব্যাহত রেখেছে রাশিয়া।

সূত্র : রয়টার্স

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সময়ের পালাবদলে হারিয়ে যাচ্ছে গরু দিয়ে ধান মাড়াইয়ের কাজ

সময় যেন নিঃশব্দে বদলে যায়। একসময় মৌলভীবাজারের জুড়ীর গ্রামগুলোতে হেমন্ত মানেই...

খাদ্য অনিয়মে ‘দয়াময়ী মিষ্টান্ন’কে ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের নন্দনকানন এলাকার মিষ্টির দোকান ‘দয়াময়ী মিষ্টান্ন’...

চালাকচর বাজারে ভোক্তা অধিকারের অভিযান

জে এম শাহজাহান মোল্লা, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি, নরসিংদী জেলায় চালাকচর বাজ...

বে–টার্মিনালে বিনিয়োগের আগে প্রকল্প যাচাইয়ে ব্যস্ত বিশ্বব্যাংক টিম

চট্টগ্রাম বন্দরের ভবিষ্যৎ সম্প্রসারণে সবচেয়ে বড় উদ্যোগ ‘বে–টার্মি...

১০ ডিসেম্বর হতে পারে তফসিল ঘোষণা

আগামী ১০ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে সামনে র...

ফটিকছড়িতে অটোরিক্সার চাপায় শিশু নিহত

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় দ্রুতগতির অটোরিকশার চাপায় চার বছর বয়সী শিশু মো...

কক্সবাজারে ট্রাক সিএনজির সংঘর্ষে নিহত ২

টেকনাফ–কক্সবাজার মহাসড়কের হ্নীলা আলীখালী এলাকায় মাছবাহী একটি ট্রাক ও সি...

আইপিএল নিলামের তালিকায় বাংলাদেশের ৭ ক্রিকেটার, জায়গা হয়নি সাকিবের

আসন্ন আইপিএল নিলামের জন্য ঘোষিত ৩৫০ জনের চূড়ান্ত সংক্ষিপ্ত তালিকায় জায়গা পানন...

বান্দরবানে রিসোর্ট মালিক ও ম্যানেজার অপহরণ

বান্দরবানের পর্যটনকেন্দ্র নীলাচল সড়কের মেঘদুয়ারি রিসোর্ট থেকে রিসোর্টের মালি...

ভাই-ভাই বলে শান্তিচুক্তি: ফের সংঘর্ষে ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা

গত এক বছরে নানা ঘটনার জেরে ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা