সংগৃহীত
জাতীয়
ইজারাপ্রথা বাতিলের দাবি

জলমহালের মালিকানা ধনিকশ্রেণির হাতে চলে গেছে

নিজস্ব প্রতিবেদক

জলমহালের মালিকানা ধনিকশ্রেণির হাতে চলে গেছে বলে এ সংক্রান্ত অনুষ্ঠানে মন্তব্য করেছেন বক্তারা। শনিবার (১১ জানুয়ারি) রাজধানীর প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) অডিটরিয়ামে আয়োজিত ‘জমহালের ইজারাপ্রথা বাতিল ও বিকল্প ব্যবস্থাপনা’ শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তারা। এ সময় বক্তারা জলমহালের ইজারাপ্রথা বাতিল করে জেলেদের অধিকার মৎস্যসম্পদ সংরক্ষণে বিকল্প ব্যবস্থাপনার সুপারিশ করেন।

জলমহাল প্রকৃত জেলেদের কাছে ফিরিয়ে দেওয়ার আন্দোলনের অংশ হিসেবে এ আলোচনা সভার আয়োজন করে হাওর অঞ্চলবাসী ও রাষ্ট্রচিন্তা নামের সংগঠন।

হাওর অঞ্চলবাসীর প্রধান সমন্বয়ক ড. হালিম দাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ূম।

অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন হাওর পরিবেশ বিশেষজ্ঞ এবং ভূতত্ত্ববিদ ও যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. খালেকুজ্জামান, মৎস্যবিজ্ঞানী ড. সৈয়দ আলী আজহার, বাংলাদেশ কৃষক সমিতির সাধারণ সম্পাদক আবিদ হোসেন, বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের সাংগঠনিক সম্পাদক শেখ নাসির, জেলে ফেডারেশনের নেতা হরিপদ দাস।

হাসনাত কাইয়ূম বলেন, জলমহালের মুনাফাকেন্দ্রিক ইজারাপ্রথা প্রান্তিক জেলেদের জন্য উৎপাত হিসেবে হাজির হয়েছে। খোলা জলমহালকে বদ্ধ জলমহাল দেখিয়ে ইজারা দেয় জেলা প্রশাসন। এটা অবশ্যই বন্ধ করতে হবে এবং জলমহাল জেলেদের ফিরিয়ে দিতে হবে।

ড. আলী আজহার বলেন, জেলে সমিতিতে বেশির ভাগই প্রকৃত জেলে নয়। ইজারা নেওয়ার ক্ষেত্রে প্রকৃত জেলেরা অর্থনৈতিক সংকটের কারণে প্রতিযোগিতায় টিকতে পারে না। তাদের অধিকার নিশ্চিত করতে হলে এ সংক্রান্ত নীতিমালা পাল্টাতে হবে। মাছের বংশ বিস্তারে অভয়াশ্রম গড়ে তুলতে হবে।

ড. খালেকুজ্জামান বলেন, নদীকে খণ্ডিত করলে ইজারা দিতে ও পেতে সুবিধা। এটি একটি দুষ্ট চক্রের কৌশল। ইজারা প্রথা সংস্কার করে এ ধরনের দুর্বৃত্তায়ন বন্ধ করতে হবে।

মৎস্যজীবী শুমারির দাবি জানিয়ে আবিদ হোসেন বলেন, সমস্ত ইজারা বাতিল করে জাতীয় সংগঠন গড়তে হবে যাতে সবাই কাজ পায়। শেখ নাসির বলেন, ইজারা জেলে ও কৃষকের গলার কাটা। প্রকৃত জেলেদের তালিকা করে তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে। মৎস্যজীবী সমবায় সমিতিকে শক্তিশালী করার আহ্বান জানান প্রকৌশলী ড. তোফায়েল আহমেদ এবং এ ধরনের উদ্যোগ বাস্তবায়নের জন্য আরো ওয়ার্কশপ করার আহ্বান জানান বাপা তিস্তা নদী রক্ষা কমিটির ফরিদুল ইসলাম।

এ ছাড়া ইজারাপ্রথা বাতিল করে বিকল্প ব্যবস্থাপনার জন্য বেশ কিছু সুপারিশ করেন বক্তারা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাষ্ট্রচিন্তা জার্নালের সম্পাদক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক আর রাজী।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণে দ্বিমুখী চিত্রে নগরবাসীর ক্ষোভ

চট্টগ্রাম নগরীর সড়কে চলছে ব্যাটারি চালিত অটোরিকশা বিরোধী অভিযান। একদিকে ট্রাফ...

ভিসা প্রতরণার নতুন কৌশল;ফেসবুকে অস্ট্রেলিয়ার ভিসা দেওয়ার নামে প্রতারণা 

নীলফামারীর কিশোরগঞ্জে অনলাইনে অস্ট্রেলিয়ার ভিসা দেওয়ার নামে প্রতা...

লক্ষ্মীপুর পৌরসভা-  প্রকৌশলীসহ ৩৯ জনকে দুদকে তলব 

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর পৌরসভার প্রকৌশলীসহ কর্মকর্তা-কর্মচারীদের বির...

সুনামগঞ্জে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

সুনামগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ...

যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরায়েলের হামলা, ১৮ ফিলিস্তিনি নিহত

যুদ্ধবিরতি ভেঙে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর হাম...

ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণে দ্বিমুখী চিত্রে নগরবাসীর ক্ষোভ

চট্টগ্রাম নগরীর সড়কে চলছে ব্যাটারি চালিত অটোরিকশা বিরোধী অভিযান। একদিকে ট্রাফ...

চট্টগ্রামে ছাত্রদলকর্মীকে গুলি করে হত্যার মামলায় যুবদলের ৮ সদস্য আটক 

চট্টগ্রামের বাকলিয়া এলাকায় যুবদলের দুই পক্ষের গোলাগুলিতে ছাত্রদলের এক কর্মী ন...

লক্ষ্মীপুর পৌরসভা-  প্রকৌশলীসহ ৩৯ জনকে দুদকে তলব 

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর পৌরসভার প্রকৌশলীসহ কর্মকর্তা-কর্মচারীদের বির...

দাবি আদায়ে রাস্তায় ইবতেদায়ি শিক্ষক,দমন অভিযােগে পুলিশের জলকামান ও সাউন্ড গ্রেনেড

রাজধানীর প্রেসক্লাব এলাকায় ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্...

ভিসা প্রতরণার নতুন কৌশল;ফেসবুকে অস্ট্রেলিয়ার ভিসা দেওয়ার নামে প্রতারণা 

নীলফামারীর কিশোরগঞ্জে অনলাইনে অস্ট্রেলিয়ার ভিসা দেওয়ার নামে প্রতা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা