গাজীপুরের কালীগঞ্জে বজ্রপাতে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়।
বুধবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার তুমলিয়ার টেক মানিকপুরের উত্তরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত কৃষক মো. শুক্কুর আলীর (৫০) বাড়ি উপজেলার পৌরসভার বড়নগর এলাকায়। তবে বিয়ের পর থেকে তিনি দীর্ঘদিন যাবত টেক মানিকপুরে তার শ্বশুর বাড়িতে স্থায়ীভাবে বাস করছিলেন। তিনি তুমুলিয়া ইউনিয়ন ছাত্রদল নেতা মো. ইব্রাহিমের পিতা।
স্থানীয়রা জানায়, নিহত মো. শুক্কুর আলী ধান কাটার জন্য দুপুরে বাড়ি থেকে বের হয়ে মাঠে যায়। ধান কাটা অবস্থায় বৃষ্টির সাথে আকস্মাৎ বজ্রপাত হতে থাকে। এক পর্যায়ে তার উপর বজ্রপাত হলে তিনি সেখানেই লুটিয়ে পড়েন। পড়ে তার সাথে থাকা সঙ্গীরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
স্থানীয়দের ভাষ্যমতে, তিনি ছিলেন একজন সৎ, পরিশ্রমী ও সহজ সরল মানুষ।
এ ব্যপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, বিষয়টি আপনার মাধ্যমে জানতে পারলাম। খোজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
আমারবাঙলা/ইউকে
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            