জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, একটি বিশেষ রাজনৈতিক দল আসন্ন গণভোটে 'না' ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। যদি গণভোটে 'না' জয়যুক্ত হয়, তবে দেশের পুরোনো পদ্ধতিই বহাল থাকবে এবং এর ফলে জুলাই অভ্যুত্থান ব্যর্থ হবে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে 'ভোটের প্রচার গাড়ি' উদ্বোধনের সময় নাহিদ ইসলাম এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ''হ্যাঁ' ভোটের পক্ষে কথা বলাটা সব রাজনৈতিক দলের দায়িত্ব ছিল। তবে আমরা দেখতে পাচ্ছি একটা বিশেষ দল 'না' এর পক্ষে কথা তুলছে।'
তিনি আরও বলেন, 'তবে আমরা বলতে চাই গণভোটে 'না' পাস হলে গণঅভ্যুত্থান ব্যর্থ হবে। আপনারা যদি আমাদের ভোট নাও দেন, তবুও আমাদের অনুরোধ থাকবে আপনারা গণভোটে 'হ্যাঁ' ভোট দেবেন।'
এনসিপি আহ্বায়ক আশঙ্কা প্রকাশ করে জানান, যারা 'না'-এর পক্ষে প্রচারণা চালাচ্ছেন, তাদের প্রকৃত উদ্দেশ্য স্পষ্ট নয়। তিনি মন্তব্য করেন, 'না' ভোট পাস হলে পরবর্তীতে যে শক্তি ক্ষমতায় আসবে, তারা স্বৈরাচারী হয়ে উঠবে।
ভোটারদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, 'তাই এবারের ভোট বাংলাদেশকে আগামী ৫০ বছর এগিয়ে নেওয়ার ভোট। মানুষকে সচেতনভাবে ভোট দেওয়ার জন্য আহ্বান রইল।'
তিনি আরও বলেন, '১১ দলীয় জোট নির্বাচনে জিতে সরকার গঠন করে সংস্কার করবে। আওয়ামী লীগ ১০ টাকায় চাল খাওয়াবে বলে দেশকে ছারখার করে দিয়েছে। সস্তা প্রচারণা করে মানুষের সাথে প্রতারণা করা যাবে না।'
অনুষ্ঠানে এনসিপির মুখপাত্র ও দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, আজ থেকে সারাদেশে গণভোটের পক্ষে তাদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলো এবং নির্বাচন পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে।
তিনি বলেন, '‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বলাটা সব রাজনৈতিক দলের দায়িত্ব ছিল। তবে আমরা দেখতে পাচ্ছি একটা বিশেষ দল ‘না’ এর পক্ষে কথা তুলছে।' আপনারা যদি আমাদের ভোট নাও দেন, তবুও আমাদের অনুরোধ থাকবে আপনারা গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবেন।'
আমারবাঙলা/এসএ