বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এই ক্রিকেটের সঙ্গে আন্তর্জাতিক রাজনীতি ও আমাদের দেশের সম্মান জড়িয়ে আছে। দেশের একজন ক্রিকেটারকে অপমান করা মানে আমাদের দেশকে অপমান করা।’
ক্রিকেট কন্ট্রোল বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তের সঙ্গে একমত প্রকাশ করে বিএনপি মহাসচিব জানান, ছোটখাটো বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধান করাই উত্তম।
সোমবার (১২ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ের কালিবাড়িতে নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।
এই সময় বিএনপি মহাসচিব জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এখনো অবৈধ অস্ত্র উদ্ধার করতে না পারার বিষয়টিকে সরকারের ব্যর্থতা হিসেবে দেখছেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘আমি আগেও বলেছি দেশের আইনশৃঙ্খলা নিয়ে আমরা চিন্তিত। এখনও সরকার সব অস্ত্র উদ্ধার করতে পারেনি। এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতির সেরকম উন্নতি হয়েছে বলেও আমি মনে করিনা। তবে আমরা আশাবাদী নির্বাচন চলাকালীন সময়ে আইনশৃঙ্খলা আরও উন্নত হবে।’
মির্জা ফখরুল বলেন, ‘বিগত সরকার তিস্তা নদীর পানির হিস্যা আদায় করতে পারেনি। আমাদের জনগণের সাথে কমিটমেন্ট আছে, তিস্তা-পদ্মাসহ অভিন্ন যত নদী আছে সবগুলোর ব্যপারে আমরা ভারতের সাথে এনগেজ করবো। তাদের কাছ থেকে পরস্পর দুই দেশের সম্মান বজায় রেখে পানির হিস্যা আদায় করার চেষ্টা করবো।
আমারবাঙলা/এসএ