পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি গজারিয়ায় শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন, হাটবাজার দখল মুক্ত রাখতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার সকাল ১১ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর বাজার এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান চালানো হয়।
পরিস্কার ও উচ্ছেদ অভিযান পরিচালনা করেন, গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর আক্তার। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন শরীফ, ভবেরচর ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো: রাসেল, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: সাদত আলী, কলিমউল্লা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মো: শাহপরান, ছাত্র নেতা মো: শাহিন, ছাত্র নেতা মো: সেতু ইসলাম প্রমুখ।
পরিষ্কার পরিচ্ছন্ন হাট-বাজার দখলমুক্ত অভিযানে নির্বাহী মাজিস্ট্রেট মো: মামুন শরীফ বলেন, নীতিমালা বহির্ভূতভাবে ভবেরচর বাজারে যারা অবৈধ দখল করে ব্যবসা-বাণিজ্য করছে নিয়মিত অভিযানে সেইসব দখলদারদের উচ্ছেদ করা হচ্ছে। তিনি আরো বলেন, গত দুইদিন আগে ভবেরচর বাজারে সাতটি অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়। যারা নিজ দায়িত্বে ব্যবসা প্রতিষ্ঠান সরিয়ে নেওয়ার জন্য সময় চেয়েছে তাদেরকে সময় দেওয়া হয়েছে।
উচ্ছেদ অভিযানের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর আক্তার বলেন, ইউনিয়ন পরিষদ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও থানা পুলিশের সহযোগিতায় আজকের এই অভিযান পরিচালনা করা হয়। আশা করি আমরা অল্প কিছুদিনের মধ্যেই এই ভবেরচর বাজারকে একটা সুশৃংখল পরিবেশের মধ্যে নিয়ে আসবো। তিনি আরো বলেন, ভবেরচর বাজার স্টান্ডে অটোরিকশা সহ অন্যান্য গাড়ি গুলো যত্রতন্ত্রভাবে পার্কিং করার কারণে চলাচলের ব্যাঘাত ঘটে। আমরা এখানে অটো রিক্সা গুলোর একটি অস্থায়ী স্টান্ড করে দেওয়ার চেষ্টা করছি যাতে এই রাস্তায় চলাচলে কোন ব্যাঘাত না ঘটে। নিয়ম শৃঙ্খলা ও আইনের মধ্যে থেকেই সবাইকে বাজার পরিচালনা করার আহ্বান জানাই।
কহিনুর আক্তার আরো বলেন, জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় এই অর্থ বছরে গজারিয়ায় প্রায় ১৬ হাজার গাছ লাগানো হয়েছে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে গজারিয়াকে সবুজ ও পরিচ্ছন্ন গজারিয়া গড়ে তোলা।
আমার বাঙলা/এনবি
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            