সারাদেশ

কোল্ড স্টোরে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে  বীরগঞ্জে আলুচাষীদের মহাসড়ক অবরোধ

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জে কোল্ড স্টোরে ভাড়া বৃদ্ধির প্রতিবাদ ও অহেতুক হয়রানি বন্ধের দাবিতে আলুচাষী ও ব্যবসায়ীরা মানববন্ধন এবং মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন।

(২৩ ফেব্রুয়ারি ২০২৫) রবিবার সকালে বীরগঞ্জ পৌর শহরের শহীদ মিনার চত্বরে আলু চাষী ও আলু ব্যবসায়ী সমিতি লিমিটেডের ডাকে মানববন্ধন শুরু হয়। পূর্বঘোষিত সাত দিনের আল্টিমেটামের অংশ হিসেবে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় শুরু হওয়া মানববন্ধন শেষে সাড়ে ১০টার দিকে আলুচাষীরা আলু ফেলে দিয়ে ঢাকা-পঞ্চগড় মহাসড়ক অবরোধ করেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন আলু চাষী ও ব্যবসায়ী সমিতি লিমিটেডের সভাপতি আব্দুল মালেক। এ সময় তিনি বলেন, “আলুচাষীরা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়ে পুঁজি হারাচ্ছেন। আলু উৎপাদন ক্রমেই অনাগ্রহের দিকে যাচ্ছে। আমাদের দীর্ঘদিনের সমস্যার সমাধানে প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।”

অনুষ্ঠানে একাত্মতা ঘোষণা করে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন ধলু, জামায়াত নেতা জসিম উদ্দিন, ইউপি সদস্য আনসারুল ইসলাম, কৃষক রেজাউল ইসলাম, এবং ব্যবসায়ী কছিম উদ্দিনসহ অনেকে। কৃষক কছিম উদ্দিন অভিযোগ করেন, “হিমাগার মালিকরা দীর্ঘদিন ধরে একচেটিয়া মুনাফা করছে। আলু সংরক্ষণে বাড়তি ভাড়া আরোপ এবং নানা হয়রানি আমাদের অসহনীয় পরিস্থিতিতে ফেলেছে।”

মহাসড়ক অবরোধের খবর পেয়ে বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহী এবং থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল গফুর দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা অবরোধকারীদের দাবি সমাধানে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার আশ্বাস দেন। তবে আন্দোলনকারীরা প্রথমে কোনো সিদ্ধান্তে আসতে রাজি হননি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের একটি টিম কোল্ড স্টোরগুলিতে তালা মেরে দেয়। পরে আন্দোলনকারীরা তাদের কর্মসূচি স্থগিত করে দুপুর ১টার দিকে সড়ক অবরোধ প্রত্যাহার করেন। অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে হাজারো যানবাহন আটকা পড়ে, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। আন্দোলনকারীরা হিমাগারের অতিরিক্ত ভাড়া কমানো, নিয়মতান্ত্রিক ব্যবস্থাপনা নিশ্চিত করা এবংপ্রশাসনের কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান।

আমার বাঙলা/ ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন  ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা