কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে মোহাম্মদ মোল্লা (৪০) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় রোগীর স্বজনের ক্ষিপ্ত হয়ে দায়িত্বরত চিকিৎসকের উপর হামলার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহতের হয়নি। আজ ২১ নভেম্বর (শুক্রবার) সন্ধ্যার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
রোগীর স্বজনেরা জানান মোহাম্মদ মোল্লা সকালের দিকে ঝিনাইদহ জেলার শৈলকূপা থানার অর্ন্তগত সাতগাছি মাঠে কাজ করতে যায়। কিন্তু কাজ করার সময় হঠাৎ করে মোহাম্মদ মোল্লা অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষনিকভাবে শৈলকূপা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে চিকিৎসা গ্রহণ করেন। তার চিকিৎসার অবস্থা অবনতি হলে শৈলকূপার স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বর চিকিৎসক তাকে দ্রæত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। বিকেলের দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আসলে দায়িত্বরত ইন্টার্ন চিকিৎসক তাদের রোগীকে ইসিজি করতে বলেন এরপর ইজিসি করার পর ২ ঘন্টা ধরে তার কোন চিকিৎসা প্রদান করেন নাই এখানকার চিকিৎসক। তাদের অবহেলার কারণে মোহাম্মদ মোল্লা মারা যান বলে অভিযোগ করেন। অবহেলার রোগীর মৃত্যু হওয়ায় রোগীর স্বজনেরা ক্ষিপ্ত হয়ে দায়িত্ব ইন্টার্ন চিকিৎসকের উপর চড়াও হয়। পরে কুষ্টিয়া মডেল থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
রোগীর স্বজনেরা অভিযোগ করে বলেন একজন ডায়রিয়া নতুন রোগীকে চিকিৎসা নিতে হলে প্রথমে জরুরী বিভাগে এরপর চিকিৎসা রিপোর্ট লেখার পর ভর্তি করেন। এরপর আরেকজন চিকিৎসককে দেখাতে যেতে হয় সেটা জরুরী বিভাগ থেকে অনেক দূর। ওখান থেকে পুনরায় চিকিসৎককে দেখানোর পর তিনি ঔষুধের ¯িøপ হাতে ধরে দেন। এরপর দোকান থেকে ঔষুধ কিনে চিকিৎসা নিতে নিতে অনেক ডায়রিয়া রোগীর মৃত্যুর ঘটনা ঘটে বলে তিনি অভিযোগ করেন।
বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে কেউ রিসিভ না করায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
কুষ্টিয়া মডেল থানার তদন্ত অফিসার আব্দুল আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন ঘটনাস্থল থেকে ফোন আসে। এরপর তাৎক্ষনিক পুলিশ পাঠিয়েছি। পরে আর ঘটনার বিষয়ে জানা সম্ভব হয়নি।
আমার বাঙলা/আরএ